|
হেক্সাপোডা
প্রাণিজগতের
আর্থ্রোপোডা
পর্বের একটি উপপর্ব বিশেষ।
১৮২৫ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন ফরাসি বিজ্ঞানী
Pierre André Latreille।
ক্রমবিবর্তনের ধারা
ক্যাম্ব্রিয়ান অধিযুগের
৫৪
কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
প্রাণিজগতের
ট্যাক্টোপোডা থাক
থেকে
আর্থ্রোপোডা পর্বের
প্রাণীর আবির্ভাব হয়েছিল। এই পর্বের প্রজাতিসমূহ পরবর্তী ৫৪ থেকে ৪১.৯২ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে বিভাজিত হয়ে গিয়েছিল। এই সূত্রে
প্যানক্রুস্টাসিয়া থাকের
উদ্ভব হয়েছিল ৫৪-৫০.৮
কোটি খ্রিষ্টপূর্বাব্দের
ভিতরে। ৫১.১ থেকে ৪১.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই
থাকটি ২ ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। ভাগ দুটি হলো
হেক্সাপোডা উপপর্বের প্রাণিগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো- তিনটি জোড়া হিসেবে মোট ছয়টি পা রয়েছে। ৩৯.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই উপপর্বের প্রাণিসমূহ দুটি শ্রেণিতে বিভাজিত হয়ে গিয়েছিল। এই শ্রেণি দুটি হলো-
সূত্র: