বাংলা বর্ণমালা 'র এবং স্বরবর্ণের দ্বিতীয় বর্ণ
বর্ণ উৎস: ব্রাহ্মীলিপি > কুষাণলিপি> গুপ্তলিপি> কুটিললিপি>আদি নাগরি লিপি> বাংলালিপি
[বিস্তারিত আ-এর লিপি পরিচিতি]
ইউনিকোড:
u+0986
এর কার চিহ্ন =া । এর ইউনিকোড= u+09BE
উচ্চারণ: 'অ'= a
[বিস্তারিত আ-এর উচ্চারণ ]

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {বাংলা স্বরবর্ণ | স্বরবর্ণ | বর্ণ | বর্ণচিহ্ন | লিখিত প্রতীক | প্রতীক | সঙ্কেতচিহ্ন | যোগাযোগ| বিমূর্তন | বিমূর্ত-সত্ত্বা | সত্তা}

সমার্থক শব্দসমূহ : আ, স্বরে-আ।

পদ: অব্যয়
বিবিধ ভাব প্রকাশে আ ' বিচিত্রভাবে ব্যবহৃত হয়। যেমন -

আনন্দ: মোদের গরব মোদের আশা, আ মরি বাংলাভাষা!
খেদ, বিষাদ: আ- এই হতভাগিনীর মৃত্যু নাই
ঘৃণা: আ- এ বড় কুস্থান।
প্রশংসা: আ মরি ! কী শাভা !
বিদ্রুপ, বিরক্তি: আ মরণ আর কি !
লজ্জা: আ মরে যাই, কী লজ্জার কথা
সপ্রণয় গালি: আ মলো- মুখপুড়ী, কী আমার সাহাগী।
সুখবোধ: আ কী আরাম !
স্বস্তি: আ বাঁচা গল।
স্মরণ: আ তাই বটে।
হতাশা: আ- এই বন্যায় এবার বুঝি আর বাঁচি না।
পদ: উপসর্গ
অর্থ প্রকাশে উপসর্গ হিসাবে আ ব্যবহৃত হয়। যেমন -
অনুচিত: আকথা।
অভাব: আকাল (দুর্ভিক্ষ অর্থে, যেমন- আকালের দিন)। এরূপ : আতেলা, আদেখা
অভিমুখে: আকর্ষণ।
অসম্পূর্ণ: আভাজা (আভাজা তরকারী)। এরূপ : আপোড়া।
ঈষৎ: আনত (আনত শির)।
নঞ্‌র্থক: আলুনী (আলুনী তরকারী)। এরূপ : আঘাটা, আছোলা, আধোয়া।
বিপরীত: আগমন (গমনের বিপরীত। অর্থাৎ আসা)।
সমগ্র: আজীবন (আজীবন সেবা)। এরূপ : আকণ্ঠ, আজন্ম, আশৈশব।
সাদৃশ্য: আকাট (আকাট মূর্খ)।

দেখুন: