হ্লাদিনী
বানান বিশ্লেষণ: হ্++আ+দ্+ই+ন্+ঈ

উচ্চারণ:  [ল্‌হা.দি.নি] [lɦa.i.ni]

শব্দ-উৎস: সংস্কৃত  হ্লাদিনী>বাংল  হ্লাদিনী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
হ্লাদ্ (আনন্দিত হওয়া) +ইন্ (ণিনি), কর্তৃবাচ্য + ঈ (ঙীপ্)
পদ:

১. বিশেষণ
অর্থ: আনন্দযুক্ত অবস্থায় আছেন এমন নারী বা যে নারী আহ্লাদ প্রকাশ করে বা ভোগ করে
সমার্থক শব্দাবলি: আনন্দযুক্তা,
আনন্দয়িত্রী, আহ্লাদকারিণী, আহ্লাদয়িত্রী, আহ্লাদিনী, হ্লাদিনী।
বিপরীত শব্দ: হ্লাদী [পুংলিঙ্গার্থে]

পদ:

২. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | সাধারণ দৈবাংশ | দৈবাংশ | হিন্দু পৌরাণিক মানব |  হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ: হিন্দু পৌরাণিক কাহিনি মতে  কৃষ্ণ-এর আহ্লাদদায়িনী অর্থে াধার অপর নাম।


 

সূত্র :