হ্লাদিনী
বানান বিশ্লেষণ: হ্+ল+আ+দ্+ই+ন্+ঈ
উচ্চারণ:
[ল্হা.দি.নি]
[lɦa.d̪ i.ni]
শব্দ-উৎস:
সংস্কৃত
হ্লাদিনী>
বাংলা হ্লাদিনী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
হ্লাদ্
(আনন্দিত হওয়া) +
ইন্
(ণিনি),
কর্তৃবাচ্য +
ঈ (ঙীপ্)
পদ:
১.
বিশেষণ
অর্থ:
আনন্দযুক্ত অবস্থায় আছেন এমন নারী।
বা যে নারী আহ্লাদ প্রকাশ করে বা ভোগ করে।
সমার্থক শব্দাবলি: আনন্দযুক্তা,
আনন্দয়িত্রী, আহ্লাদকারিণী, আহ্লাদয়িত্রী, আহ্লাদিনী,
হ্লাদিনী।
বিপরীত শব্দ:
হ্লাদী [পুংলিঙ্গার্থে
পদ:
২.
বিশেষ্য্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{ |
সাধারণ দৈবাংশ
|
দৈবাংশ
|
হিন্দু পৌরাণিক মানব |
হিন্দু পৌরাণিক সত্তা
|
ভারতীয় পৌরাণিক সত্তা
|
পৌরাণিক সত্তা
|
অতিপ্রাকৃতিক সত্তা
|
কাল্পনিক সত্তা
|
কল্পনা
|
সৃজনশীলতা
|
কর্মক্ষমতা
|
জ্ঞান
|
মনস্তাত্ত্বিক
ঘটনা|
বিমূর্তন|
বিমূর্ত-সত্ত্বা
|
সত্তা
|}
অর্থ: হিন্দু পৌরাণিক কাহিনি মতে–
কৃষ্ণ-এর
আহ্লাদদায়িনী অর্থে
রাধার
অপর নাম।
সূত্র :
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- বঙ্গীয় শব্দকোষ (দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন
দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সরল বাঙ্গালা
অভিধান। সুবলচন্দ্র
মিত্র।