কৃষ্ণা
বানান্ বিশ্লেষণ: ক্+ঋ+ষ্+ণ+আ
উচ্চারণ:
kriʃ.na (কৃশ্‌.না)
শব্দ-উৎস: সংস্কৃত কৃষ্ণ> বাংলা কৃষ্ণ>অকৃষ্ণা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ
অর্থ: কৃষ্ণশব্দের অর্থ কালো। স্ত্রীলিঙ্গার্থে কৃষ্ণা। সাধারণত গাত্রবর্ণ কালো, এমন নারীকে কৃষ্ণা বলা হয়।
বিপরীতার্থক শব্দ: অকৃষ্ণা (ভাবার্থে)

পদ:
বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা { | হিন্দু পৌরাণিক মানব | হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }

অর্থ:
হিন্দু পৌরাণিক কাহিনি মতে দ্রুপদ রাজার কন্যা ও পঞ্চপাণ্ডবের স্ত্রী। গায়ের রঙ কালো ছিল বলে তিনি কৃষ্ণা নামে অভিহিত হয়েছেন। অন্যমতে তিনি কৃষ্ণের ভক্তপরায়ণা অথচ বন্ধুর মত ছিলেন বলে কৃষ্ণা নামে অভিহিত হন।
        [বিস্তারিত: দ্রৌপদী, হিন্দু পৌরাণিক কোষ]
সমার্থক শব্দাবলি: কৃষ্ণা, দ্রৌপদী, পাঞ্চালী, যাজ্ঞসেনী, সৌরন্ধ্রী।

২. ঊর্ধ্বক্রমবাচকতা { নদী | জলাঙ্গী | স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ: ভারতের অন্যতম বৃহৎ নদী বিশেষ। [বিস্তারিত: কৃষ্ণা [নদী]