|
ক্রমবিবর্তনের ধারা
৫২.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দে প্রাণিজগতের
ডুটারিস্টোমিয়া ঊর্ধবপর্ব থেকে উদ্ভব হয়েছিল
কর্ডাটা পর্বের প্রাণিকুল।
এর পরপরই কর্ডাটা পর্ব
কয়েকটি উপপর্বে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগগুলো হলো-
৫২.১-৫২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে কর্ডাটা পর্ব বিভাজিত হয়ে গিয়েছিল। এই বিভাজানের সূত্রে আবির্ভাব ঘটেছিল কয়েকটি উপপর্বের প্রাণিকুল। এগুলো হলো-
৫২ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
ওল্ফ্যাক্টোরেস
থাক থেকে উৎপন্ন হয়েছিল
ভার্টিব্রাটা
উপপর্বের প্রজাতিসমূহ।
এরপর
৫২ থেকে ৪১.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
ভার্টিব্রাটা উপপর্বের
প্রাণিকুল বিভাজিত হয়ে যায়। এই ভাগগুলো হলো-
অগ্নাথাস ঊর্ধশ্রেণি। আবির্ভাব কাল ৫২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
ন্যাথোস্টোমাটা অবপর্ব। আবির্ভাব কাল ৪৬.২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
প্যালিওস্পোন্ডিলাস গণ: আবির্ভাব কাল ৪১.৯২-৩৫.৮৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
সাইক্লোস্টোমাটা। আবির্ভাব কাল ৪১.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
৪৪.৫ থেকে ৪৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ন্যাথোস্টোমাটা অবপর্ব্বের প্রজাতিকুলের পরিবর্তন ঘটে। এই বিবর্তনের সূত্রে এই অবপর্বের প্রাণিকুল কয়েকটি ভাগে ভাগ হয়ে যায়। এই ভাগগুলো হলো-
প্লাকোডার্মি শ্রেণি: আবির্ভাব কাল ৪২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
ইউন্যাথোস্টোমাটা থাক: আবির্ভাব কাল ৪২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
টেলোস্টোমি থাক: আবির্ভাব কাল ৪৪.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
৪৪.৫-৪২ কোটি খ্রিষ্টপূর্বাব্দে টেলোস্টোমি থাক ২টি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো-
সূত্র :
https://animaldiversity.org/accounts/Gnathostomata/classification/#Gnathostomata
https://www.encyclopedia.com/plants-and-animals/animals/zoology-invertebrates/gnathostomata