অক্রুর
বানান বিশ্লেষণ: অ-ক্+র্+উ+র্+অ
উচ্চারণ:
ɔk.kru.ro [অক্.ক্রু.রো]
শব্দ-উৎস: সংস্কৃত অক্রুর> বাংলা অক্রুর
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ:
১. বিশেষণ
অর্থ:
যিনি অসঙ্গত (অসরল, ছলনা ইত্যাদির) আচরণ করেন না, এই অর্থে অকপট।
সমার্থক শব্দাবলি: অকপট, অকপটচারী, অকুটিল, অক্রূর, অমায়িক, কপটতাশূন্য, কপটতাহীন, কাপট্যবর্জিত, ছলহীন, সরল

বিপরীতার্থ শব্দ:

ইংরেজি: frank, candid, sincere, above board; straightforward; unreserved.

 

২. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {
  ক্ষত্রিয়  |  হিন্দু পৌরাণিক মানব |  হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}

অর্থ: হিন্দু পৌরাণিক চরিত্র। দেখুন: অক্রূর

 

অক্রূর সংবাদ
হিন্দু পৌরাণিক কাহিনি মতে-
. অক্রুর কর্তৃক বৃন্দাবন থকে কৃষ্ণ-বলরামকে কংসবধের জন্য মথুরায় নিয়ে যাওয়ার ঘটনা ব্যাপার
. অক্রুরের সাথে গোপীগণের কথোপকথনমূলক গান রাধা কৃষ্ণের ব্রজলীলা এই গানের মূখ্য বিষয় এই শ্রেণির গানকে নাট্যগীতিরূপেও অভিহিত করা হয়