অর্জুন
বানান বিশ্লেষণ: অ+র্+জ্+উ+ন্+অ।
উচ্চারণ:
orɟ.ɟun
(ওর্জ্.জুন)
শব্দ-উৎস:
সংস্কৃত অর্জুন>
বাংলা অর্জুন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: √অর্জ্(অর্জন করা) +
উন্ (উনন্)
কর্তৃবাচ্য
পদ:
বিশেষণ
অর্থ: শুভ্রতার গুণ অর্জন করেছে যা।
সমার্থক শব্দাবলি: শ্বেতবর্ণ, শুক্লবর্ণ
পদ:
বিশেষ্য
১.
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
দেবাংশ|
হিন্দু দেবতা |
হিন্দু দৈবসত্তা |
দেবতা |
দৈবসত্তা|
অতিপ্রাকৃতিক সত্তা |
অতিপ্রাকৃতিক বিশ্বাস |
বিশ্বাস |
প্রজ্ঞা |
জ্ঞান |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত-সত্তা
সত্তা |
}
অর্থ:
মহাভারতের অন্যতম চরিত্র। পঞ্চপাণ্ডবের তৃতীয় পাণ্ডব। মহাভারতের
অন্যতম চরিত্র। এর পিতা দেবরাজ ইন্দ্র। মা ছিলেন কুন্তি।
সমনাম: অর্জুন, অরিমর্দন, কপিকেতন, কপিধ্বজ, কিরীটী, কৃষ্ণসখ, কৃষ্ণসারথি,
কৌন্তেয়, গাণ্ডিবধন্বা, গাণ্ডিবী, গুড়াকেশ, চিত্রযোধী, জিষ্ণু, তৃতীয় পাণ্ডব,
ধনঞ্জয়, পার্থ, ফল্গুন, ফাল্গুনি, বিজয়, বীভৎসু, শব্দবেধী, শব্দভেদী, শুভ্র,
শ্বেতবাহ, শ্বেতবাহন, সব্যসাচী।
[বিস্তারিত:
অর্জুন (হিন্দু পৌরাণিক কোষ)]
২. ঊর্ধ্বক্রমবাচকতা
{আবৃতবীজী বৃক্ষ |
বৃক্ষ |
কাষ্ঠ-উদ্ভিদ |
ভাস্কুলার উদ্ভিদ |
উদ্ভিদ |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
অর্থ: এটি একটি পাতাঝরা বৃক্ষ জাতীয় উদ্ভিদ বিশেষ। এর বৈজ্ঞানিক নাম -
Terminalia arjuna।
ইংরেজি: White Marudah
[বিস্তারিত:
অর্জুন [উদ্ভিদবিজ্ঞান]
পদ:
ঊর্ধ্বক্রমবাচকতা {তাল
|ছন্দ |
দোলা|
সাঙ্গীতিক সময় |
সময় |
সত্তাগুণ
| বিমূর্তন
|
বিমূর্ত সত্তা |
সত্তা | }
অর্থ: ভারতীয় সঙ্গীতে তাল বিশেষের নাম।
[দ্রষ্টব্য
অর্জুন [তাল]
সূত্র :
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- তাল অভিধান। মানস দাশগুপ্ত। প্রকাশিকা: মমতা দাশগুপ্তা। জ্যৈষ্ঠ ১৪০২।
পৃষ্ঠা: ৮২
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা
একাডেমী, ঢাকা। মার্চ ২০০৫।
- বাংলা একাডেমী সমকালীন বাংলা ভাষার অভিধান স্বরবর্ণ অংশ। আবু ইসহাক।
ফাল্গুন ১৪০৪/ফেব্রুয়ারি ১৯৯৮।
- বাংলা বানান চিন্তা (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। অধ্যাপক পি.
আচার্য। জুলাই ১৯৯৭।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন
দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- বাঙ্গালা শব্দ
দোলযাত্রা ১৩৯৭।
- ব্যবহারিক শব্দকোষ। কাজী আব্দুল ওদুদ। প্রেসিডেন্সী লাইব্রেরী।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সংস্কৃত বাংলা অভিধান। শ্রীঅশোককুমার বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত পুস্তক
ভাণ্ডার, বইমেলা ১৪০৮
-
সরল বাঙ্গালা
অভিধান। সুবলচন্দ্র
মিত্র।
- A Dictionary English and Sansktit/M.Monier-William [Motilal
Banarssidass Publishars PTV. 1976
- wordnet 2.1