পদ্মাসনা
বানান বিশ্লেষণ: প্+অ+ দ্+ম্+আ+স্+অ+ন্+আ
উচ্চারণ:
pɔd̪.d̪ ̆a.ʃɔ.na
(পদ্.দাঁ শ.না)।
শব্দ-উৎস:
সংস্কৃত পদ্মাসনা>
বাংলা পদ্মাসনা।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
পদ:
বিশেষ্য
-
ঊর্ধ্বক্রমবাচকতা
{
হিন্দু দেবী |
হিন্দু দৈবসত্তা |
হিন্দু পৌরাণিক সত্তা |
ভারতীয় পৌরাণিক সত্তা |
পৌরাণিক সত্তা |
অতিপ্রাকৃতিক বিশ্বাস |
কাল্পনিক সত্তা |
কল্পনা |
সৃজনশীলতা |
কর্মক্ষমতা |
জ্ঞান |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত-সত্তা
|
সত্তা |}
- অর্থ: ১। হিন্দু পৌরাণিক কাহিনি মতে-
পদ্মফুলকে আসন করে যিনি অবস্থান করেন। হিন্দু পৌরাণিক দেবী সরস্বতী
পদ্মফুলে অধিষ্ঠিতা এই অর্থে
সরস্বতীর
অপর নাম পদ্মাসনা।
- সমনাম:
কাদম্বরী,
গীঃ,
গীর্দেবী,
গীর্বাণী,
পদ্মাসনা,
বাগীশা,
বাগীশ্বরী,
বাগ্বদেবী,
বাগ্বাদিনী,
বাঙ্ময়ী,
বিদ্যাদেবী,
বীণাপাণি,
ভারতী,
মহাশ্বেতা,
শতরূপা,
শুক্লা,
শ্বেতভুজা,
সনাতনী,
সরস্বতী,
সর্বশুক্লা,
সারদা,
হংসবাহনা,
হংসবাহিনী,
হংসারূঢ়া।
- অর্থ: ২। পদ্মফুলকে আসন করে যিনি
অবস্থান করেন। হিন্দু পৌরাণিক দেবী সরস্বতী পদ্মফুলে অধিষ্ঠিতা এই অর্থে
লক্ষ্মীর
অপর নাম পদ্মাসনা।
- সমনাম:
অজিতবল্লভা অব্দিজা,
অমলা,
অম্বুজা,
অম্বুজাসনা,
ইন্দিরা,
কমলা,
কমলালয়,
কমলাসনা,
ক্ষীরাব্ধিজা,
ক্ষীরাব্ধিতনয়া,
ক্ষীরোদতনয়া,
ধনদা,
ধনদাত্রী,
নারায়ণী,পদ্মলাঞ্ছনা, পদ্মহস্তা,
পদ্মা,
পদ্মালয়া,
পদ্মাসনা,বিষ্ণুপ্রিয়া,
রমা,
লক্ষ্মী, লোলা,
শতদলবাসিনী, শ্রী, সনাতনী,হরিপ্রিয়া
।
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সংস্কৃত বাংলা অভিধান। শ্রীঅশোককুমার বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত
পুস্তক ভাণ্ডার, বইমেলা ১৪০৮
- সরল বাঙ্গালা
অভিধান। সুবলচন্দ্র
মিত্র।
-
wordnet 2.1