ভাষাংশ
বেদব্যাস বিরচিত

কালীপ্রসন্ন সিংহ অনূদিত
মহাভারত
অনুসরণ : তুলি-কলম। জ্যৈষ্ঠ, ১৩৯৪। জুন, ১৯৮৭।
 
আদিপর্ব্ব


অনুক্রমণিকাধ্যায়
  নৈমিষারণ্যে সূতের আগমন | সৃষ্টিবর্ণন | ভারতলেখনার্থ গণেশের স্মরণ | ধৃতরাষ্ট্রাদির জন্ম | মহাভারতের সংক্ষিপ্তাসার | ধৃতরাষ্ট্রের বিলাপ | ধৃতরাষ্ট্রের প্রতি সান্ত্বনা |  মহাভারত প্রশংসা |
দ্বিতীয় অধ্যায়
  সমন্তপঞ্চকোপাখ্যান  | অক্ষৌহিণী-পরিমাণ | পর্ব্বসংগ্রহ  | আদিপর্ব্ব শ্লোকসংখ্যা | সভাপর্ব্বশ্লোকসংখ্যা | বনপর্ব্বশ্লোকসংখ্যা | বিরাটপর্ব্বশ্লোকসংখ্যা | উদ্‌যোগপর্ব্বশ্লোকসংখ্যা | ভীষ্মপর্ব্বশ্লোকসংখ্যা | দ্রোণপর্ব্বশ্লোকসংখ্যা | কর্ণপর্ব্বশ্লোকসংখ্যা | শল্যপর্ব্বশ্লোকসংখ্যা | সৌপ্তিকপর্ব্বশ্লোকসংখ্যা | স্ত্রীপর্ব্বশ্লোকসংখ্যা | শান্তিপর্ব্বশ্লোকসংখ্যা | অনুশাসনপর্ব্বশ্লোকসংখ্যা | অশ্বমেধপর্ব্বশ্লোকসংখ্যা | আশ্রমবাসিকপর্ব্বশ্লোকসংখ্যা | মৌষলপর্ব্বশ্লোকসংখ্যা | মহাপ্রাস্থানিকপর্ব্বশ্লোকসংখ্যা | স্বর্গারোহণপর্ব্বশ্লোকসংখ্যা | হরিবংশশ্লোকসংখ্যা | পর্ব্বসংগ্রহশ্লোকসংখ্যা |
তৃতীয় অধ্যায়
  পৌষ্যপর্ব্ব-জনমেজয় শাপ | সোমশ্রবা ঋষির উপখ্যান | আয়োধধৌম্য ও আরুণিবৃত্তান্ত | উপমন্যু উপাখ্যান | বেদ ঋষি উতঙ্ক-বৃত্তান্ত | জনমেজয়ের সর্পযজ্ঞ প্ররোচনা |

চতুর্থ অধ্যায় পৌলোম-পর্ব্ব
পঞ্চম অধ্যায় । ভূগুবংশ চ্যবনোৎপত্তি
ষষ্ঠ অধ্যায়। রাক্ষস কর্ত্তৃক পুলোমা-হরণ
সপ্তম অধ্যায়। পুলোমা রাক্ষস নিধন
অষ্টম অধ্যায়। রুরু চরিত
নবম অধ্যায়। ডুণ্ডুভ উপাখ্যান
দশম অধ্যায়। রুরুর সর্পমাত্র হিংসার কারণ
একাদশ অধ্যায়। আস্তীকপর্ব্ব-খগম-ঋষিবৃত্তান্ত
দ্বাদশ অধ্যায়। সর্পযজ্ঞের প্রশ্ন
ত্রয়োদশ অধ্যায়। জরৎকারু-চরিত্র

চতুর্দ্দশ অধ্যায়। জরৎকারুর বিবাহ
পঞ্চদশ অধ্যায়। সর্পরক্ষার সংক্ষিপ্ত কথা
ষোড়শ অধ্যায়। অরুণ ও গরুড়ের জন্ম।

সপ্তদশ অধ্যায়। সমুদ্রমন্থনের প্রশ্ন
অষ্টাদশ অধ্যায়। সমুদ্রমন্থনারম্ভ।
ঊনবিংশ অধ্যায়। রাহুর মস্তকচ্ছেদ দেবাসুর সংগ্রাম
বিংশ অধ্যায়। নাগগণের প্রতি অভিশাপ
একবিংশ অধ্যায়। সমুদ্রবর্ণন।
দ্বাবিংশ অধ্যায়। কদ্রু-বিনতার সাগরতীরে গমন
ত্রয়োবিংশ অধ্যায়।বিনতার দাসীভাবপ্রাপ্তি
চতুর্ব্বিংশ অধ্যায়। সূর্য্যের সর্ব্বসংহারক মূর্ত্তিধারণ
পঞ্চবিংশ অধ্যায়। কদ্রু কর্ত্তৃক ইন্দ্রস্তব

ষড়্‌বিংশ অধ্যায় ইন্দ্রের বারিবর্ষণ
সপ্তবিংশ অধ্যায়। বিনতার দাসীত্বমুক্তির উপায় অনুসন্ধান
অষ্টাবিংশ অধ্যায়। অমৃত আহরণে গরুড়ের যাত্রা

ঊনত্রিংশ অধ্যায়। শাপগ্রস্ত গজ-কচ্ছপবৃত্তান্ত
ত্রিংশ অধ্যায়। গরুড়ের অমৃতহরণ
একত্রিংশ অধ্যায়। গরুড়ের জন্মরহস্য

দ্বাত্রিংশ অধ্যায়। গরুড়সহ দেবগণের যুদ্ধ
ত্রয়স্ত্রিংশ অধ্যায়। গরুড়ের অমৃতহরণ-গরুড়ের বিষ্ণুবাহনত্বলাভ
চতুস্ত্রিংশ অধ্যায়। ইন্দ্রের সহিত গরুড়ের মিত্রতা | বিনতার দাস্যমুক্তি

পঞ্চত্রিংশ অধ্যায়। নাগগণের নামনিরুক্তি
ষট্‌ত্রিংশ অধ্যায়। শেষ নাগের সর্পসঙ্গত্যাগ | শেষ নাগের ধরাধারণ
সপ্তত্রিংশ অধ্যায়। আত্মরক্ষার্থ নাগগণের মন্ত্রণা
অষ্টত্রিংশ অধ্যায়। নাগরক্ষার গুপ্তবাণী
ঊনচত্বারিংশ অধ্যায়। নাগগণের আশ্বস্তি
চত্বারিংশ অধ্যায়। পরীক্ষিতের ব্রহ্মশাপ
একচত্বারিংশ অধ্যায়। রাজার প্রতি শৃঙ্গীর শাপ

দ্বিচত্বারিংশ অধ্যায়। পরীক্ষিৎকে শাপবৃত্তান্তজ্ঞাপন
ত্রিচত্বারিংশ অধ্যায়। পরীক্ষিতের তক্ষকদংশন
চতুশ্চত্বারিংশ অধ্যায়। পরীক্ষিতের প্রাণবিয়োগ
পঞ্চচত্বারিংশ অধ্যায়। বংশধর সন্তানের প্রশংসা
ষট্‌চত্বারিংশ অধ্যায়। জরৎকারুর বংশরক্ষায় প্রতিজ্ঞা
সপ্তচত্বারিংশ অধ্যায়। জরৎকারুর পত্নীপরিত্যাগ
অষ্টচত্বারিংশ অধ্যায়। আস্তীক নামনিরুক্তি
একোনপঞ্চাশত্তম অধ্যায়। পরীক্ষিতের নিধনবৃত্তান্ত

পঞ্চাশত্তম অধ্যায়। পরীক্ষিতের শাপরহস্য
একপঞ্চাশত্তম অধ্যায়সর্পনাশে রাজার প্রতিজ্ঞা

দ্বিপঞ্চাশত্তম অধ্যায়। সর্পযজ্ঞারম্ভ
ত্রিপঞ্চাশত্তম অধ্যায়। যজ্ঞে বৃতিগণের নাম
চতুঃপঞ্চাশত্তম অধ্যায়। আস্তীকের প্রতি মাতার আদেশ জনমেজয়ের যজ্ঞে আস্তীকের আগমন
পঞ্চপঞ্চাশত্তম অধ্যায়। আস্তীক কর্ত্তৃক জনমেজয়ের গুণকীর্ত্তন
ষট্‌পঞ্চাশত্তম অধ্যায়। নাগকুলরক্ষার্থ বরপ্রার্থনা
সপ্তপঞ্চাশত্তম অধ্যায়। যজ্ঞাগ্নিদগ্ধ নাগগণের নাম

অষ্টপঞ্চাশত্তম অধ্যায়। সর্পযজ্ঞের উপসংহার
একোনষষ্টিতম অধ্যায়। আদিবংশাবতরণিকামহাভারতপ্রসঙ্গ
ষষ্টিতম অধ্যায়। জনমেজয়-সভায় ব্যাসের আগমন
একষষ্টিতম অধ্যায়। মহাভারত-কথারম্ভ
দ্বিষষ্টিতম অধ্যায়। কুরু-পাণ্ডবের শত্রুতা-কারণ জিজ্ঞাসা মহাভারতমাহাত্ম্য
ত্রিষষ্টিতম অধ্যায়। উপরিচর বসুর পরিচয়। মৎস্যগন্ধার উৎপত্তি ব্যাসের জন্মবৃত্তান্তসংক্ষিপ্ত ক্ষৎত্রিয় বংশবর্ণন
চতুঃষষ্টিতম অধ্যায়। প্রাচীন রাজ্যসংস্থান ভূভার হরণের মন্ত্রণা

পঞ্চষষ্টিতম অধ্যায়। সম্ভবপর্ব্বব্রহ্মর্ষিবংশদেবাসুর-বংশবর্ণনঅসুরগুরু শুক্রের বংশতির্য্যক্‌প্রাণী প্রভৃতির জন্মক্রম
যট্‌ষষ্টিতম অধ্যায়। রুদ্রাদি সৃষ্টিবিস্তার

সপ্তষষ্টিতম। নৃপগণের জন্ম ও কর্ম্মকৌরবকুলের বিবরণ পাণ্ডববংশবর্ণন যদুবংশবর্ণন
অষ্টষষ্টিতম অধ্যায়। শকুন্তলোপাখ্যান
দুষ্মন্ত-বৃত্তান্ত
একোনসপ্ততিতম অধ্যায়। দুষ্মন্তের মৃগয়া
সপ্ততিতম অধ্যায়। কণ্ব মুনির আশ্রমসমৃদ্ধি

একসপ্ততিতম অধ্যায়। দুষ্মন্তের শকুন্তলা-সাক্ষাৎকার রাজার নিকট শকুন্তলার পরিচয়
দ্বিসপ্ততিতম অধ্যায়। বিশ্বামিত্রের তপোভঙ্গ শকুন্তলার জন্মবৃত্তান্ত
ত্রিসপ্ততিতম অধ্যায়। শকুন্তলার বিবাহপ্রস্তাব
চতুঃসপ্ততিতম অধ্যায়। শকুন্তলাগর্ভে ভরতজন্ম
পঞ্চসপ্ততিতম অধ্যায়। সাধারণ সৃষ্টিবর্ণন
যট্‌সপ্ততিতম অধ্যায়। দেবযানী-চরিতকচের শুক্র-শিষ্যত্ব-গ্রহণ কচের সঞ্জীবনীবিদ্যা লাভ
সপ্তসপ্ততিতম অধ্যায়। দেবযানীর কচ-পাণিপ্রার্থনা। কচ-দেবযানীর পরস্পর শাপ
অষ্টসপ্ততিতম অধ্যায়। দেবযানী-শর্ম্মিষ্ঠার বিবাদ। দেবযানীকে কূপে নিক্ষেপ।
একোন অশীতিতম অধ্যায়। বৃষপর্ব্বার প্রতি শুক্রের ক্রোধ
অশীতিতম অধ্যায়। শুক্রের বৃষপর্ব্বার সম্বন্ধত্যাগশর্ম্মিষ্ঠার দেবযানী-দাসীত্ব
একাশীতিতম অধ্যায়। যযাতির সহিত দেবযানীর পরিচয় যযাতির দেবযানী-পাণিগ্রহণ
দ্ব্যশীতিতম অধ্যায়। যযাতির শর্ম্মিষ্ঠাগ্রহণ

ত্র্যশীতিতম অধ্যায়। যযাতি হইতে যদু প্রভৃতির জন্মযযাতির প্রতি শুক্রের শাপ
চতুরশীতিতম অধ্যায়। পুরুদেহে যযাতির জরাসঞ্চার
পঞ্চাশীতিতম অধ্যায় । পুরুর রাজ্যাভিষেক
ষড়শীতিতম অধ্যায়। যযাতির তপস্যা
সপ্তাশীতিতম অধ্যায় । যযাতির মুখে ইন্দ্রের নীতি শ্রবণ
অষ্টাশীতিতম অধ্যায়। আত্মপ্রশংসায় যযাতির স্বর্গচ্যুতি
একোননবতিতম অধ্যায়। যযাতির আত্মকথা
নবতিতম অধ্যায়। যযাতি-কথিত বিবিধ সন্নীতি
একনবতিতম অধ্যায়। চারি প্রকার আশ্রমধর্ম্মবর্ণনমুনিলক্ষণ

দ্বিনবতিতম অধ্যায়। যযাতির স্বধর্ম্মানুরক্তি
ত্রিনবতিতম অধ্যায়। যযাতির ত্যাগশীলতা
চতুর্নবতিতম অধ্যায়
পুরুবংশবর্ণন
পঞ্চনবতিতম অধ্যায়। বিস্তৃত পুরুবংশভরতজন্মকৌরব-পাণ্ডব বংশ
ষণ্ণবতিতম অধ্যায়। অভিশপ্ত বসুগণের গঙ্গাগর্ভে জন্ম
সপ্তনবতিতম অধ্যায়।
শান্তনুর জন্মবৃত্তান্ত
অষ্টনবতিতম অধ্যায়। শান্তনুকে গঙ্গার পতিত্বে বরণ

নবনবতিতম অধ্যায়। বসুগণের শাপ-বৃত্তান্ত
শততম অধ্যায়। শান্তনুচরিত। ভীষ্মচরিত। ভীষ্মের যৌবরাজ্যে অভিষেক
একশতাধিক অধ্যায়।
শান্তনুর সত্যবতী পাণিগ্রহণ

দ্ব্যধিকশততম অধ্যায়। কাশীরাজকন্যা অম্বিকাদির স্বয়ংবর। ভীষ্ম-কতৃক কাশীরাজকন্যাহরণ। শাল্বের সহিত ভীষ্মের যুদ্ধ। বিচিত্রবীর্য্যের মৃত্যু।
ত্র্যধিকশততম অধ্যায়। ভীষ্মের পুৎত্রোৎপাদন-প্রত্যাখ্যান
চতুর্ধিকশততম অধ্যায়। ক্ষেৎত্রজ পুৎত্রোৎপাদনের বিবিধ দৃষ্টান্ত। দীর্ঘতমা ঋষির জন্মবৃত্তান্ত। স্ত্রীজাতির প্রতি দীর্ঘতমার শাপ। অঙ্গরাজাদির জন্ম-বর্ণন

পঞ্চাধিকশততম অধ্যায়। কুরুবংশরক্ষার্থ ব্যাসের আহ্বান
ষড়ধিকশততম অধ্যায়।
ধৃতরাষ্ট্রের জন্ম। পাণ্ডুর জন্ম। বিদুরের জন্ম।
সপ্তাধিকশততম অধ্যায়। বিদুরের পূর্ব্বজন্ম-মাণ্ডব্য উপাখ্যান। মাণ্ডব্যের শূলবেধ
অষ্টাধিকশততম অধ্যায়। মাণ্ডব্যশাপে যমের বিদুররূপে জন্ম
নবাধিকশততম অধ্যায়। ধৃতরাষ্ট্রাদির জন্মে বিবিধ শুভলক্ষণ

দশাধিকশততম অধ্যায়। ধৃতরাষ্ট্র-পাণ্ডুর বিবাহ মন্ত্রণা। গান্ধারীসহ ধৃতরাষ্ট্রের বিবাহ
একাধিকশতাধিকশততম অধ্যায়। কুন্তীর প্রতি দুর্ব্বাসার বর। কুন্তী-গর্ভে কর্ণের জন্ম।
দ্বাদশতাধিকশততম অধ্যায়। কুন্তীর স্বয়ংবর। কুন্তীসহ পাণ্ডুর বিবাহ।
ত্রয়োদশধিকশততম অধ্যায়। মাদ্রীসহ মাণ্ডুর বিবাহ। পাণ্ডুর দিগ্বিজয়।
চতুর্দ্দশাধিকশততম অধ্যায়। পাণ্ডুর বনবিহার।
পঞ্চদশাধিকশততম অধ্যায়। গান্ধারীর দুর্য্যোধনাদি শতপুৎত্র-প্রসব। দুর্য্যোধনের জন্মকালীন অশুভ লক্ষণ
যোড়শাধিকশততম অধ্যায়। দুর্য্যোধন-ভগিনী দুঃশলার জন্ম
সপ্তদশাধিকশততম অধ্যায়। দুর্য্যোধনাদি শত ভ্রাতার নাম

অষ্টাদশাধিকশততম অধ্যায়। পাণ্ডুর প্রতি মৃগরূপী মুনির শাপ
ঊনবিংশত্যাধিকশততম অধ্যায়। পাণ্ডুর নির্ব্বেদ। কুন্তী-মাদ্রীসহ পাণ্ডুর বানপ্রস্থ
বিংশত্যধিকশততম অধ্যায়। পাণ্ডুর ব্রহ্মলোকযাত্রা।
অপুৎত্রক পাণ্ডুর খেদ। পুৎত্রার্থ কুন্তীর প্রতি পাণ্ডুর আদেশ
একবিংশত্যধিকশততম অধ্যায়পুৎত্রার্থ কুন্তীর উদ্বোধনমৃত্যৃর পর ব্যুষিতাশ্বের পুৎত্রলাভ
দ্বাবিংশত্যাধিকশততম অধ্যায়। শ্বেতকেতু-সংবাদ। পুৎত্রোৎপাদনে কুন্তীর সম্মতি
ত্রয়োবিংশত্যধিকশততম অধ্যায়। পুৎত্রার্থ ধর্ম্মাদির আহ্বান। যুধিষ্ঠিরেরে জন্ম। ভীমের জন্ম। অর্জ্জুনের জন্ম
চতুর্ব্বিংশত্যধিকশততম অধ্যায়। নকুল-সহদেবের জন্ম

পঞ্চবিংশত্যধিকশততম অধ্যায়। পাণ্ডুর পরলোক
ষড়্‌বিংশত্যধিকশততম অধ্যায়। হস্তিনায় পাণ্ডুর শব-আনয়ন
সপ্তবিংশত্যধিকশততম অধ্যায়। পাণ্ডুর অন্ত্যেষ্টিক্রিয়া