হিমালয়
বানান বিশ্লেষণ: হ্ +ই+ ম্+আ+ল্+অ+য়্
উচ্চারণ: ɦi.ma.lɔĕ (হি.মা.লয়্)শব্দ-উৎস:
সংস্কৃত हिमालय>বাংলা হিমালয়
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ : বিশেষ্য

.ঊর্ধ্বক্রমবাচকতা { পর্বতমালা | প্রাকৃতিক উত্থান | ভূ-স্তরসমষ্টি | দৈহিক-লক্ষ্যবস্তু  | দৈহিক সত্তা | সত্তা |}
র্থ : ভারতবর্ষ এবং মহাচীনের মধ্যবর্তী স্থানে অবস্থিত পর্বতমালার নাম। হিম বা বরফের আবাসস্থল হিসেবে ভারতের বৈদিকযুগে এর নামকরণ করা হয়েছিল হিমালয়।

সমার্থক শব্দাবলি:
অচলপতি, অচলরাজ, অচলাধিপ, অদ্রিরাজ, অদ্রিরাট, অদ্রীশ, উত্তরাচল, উদগদ্রি, গিরিরাজ, গিরীন্দ্র, গিরীশ, নগরাজ, নগাধিরাজ, পর্বতরাজ, পর্বতরাট, শৈলরাজ, শৈলেন্দ্র, হিমশীর্ষ, হিমালয়।

২.
ঊর্ধ্বক্রমবাচকতা {
 রাজা | হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনি মতে পর্বতরাজ হিমালয় ইনি মেনকাকে বিবাহ করেন মেনকার গর্ভে তাঁর মৈনাক নামে এক পুত্র এবং গঙ্গাপার্বতী নামে দুই কন্যার জন্ম হয়


সূত্র :