পাহাড়ি
পাহাড়ী (বর্তমানে অশুদ্ধ)
বানান্ বিশ্লেষণ: প্ +আ+হ্+আ+ড়্+ই।
উচ্চারণ:
pa.ɦa.ɽi
(পা.হা.ড়ি)
শব্দ-উৎস:
সংস্কৃত পাষাণ>
প্রাকৃত পাহাণ>
বাংলা পাহাড়
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: পাহাড়+ই
পদ:
বিশেষ্য
পদ:
বিশেষণ
অর্থ:
পাহাড় সম্পর্কিত অবস্থা বা
দশা।
উদাহরণ: পাহাড়ি পথ, পাহাড়ি অঞ্চল, পাহাড়ি গাছ
ইংরেজি:
cragged, craggy, hilly, mountainous