৩১ বৎসর অতিক্রান্ত বয়স
নজরুলের ৩১ বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৩৭ বঙ্গাব্দ (২৫ মে ১৯৩০ খ্রিষ্টাব্দ)।
শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৩৮ বঙ্গাব্দ (২৪শে মে ১৯৩১।
১৯৩০ খ্রিষ্টাব্দৈর ২ সেপ্টেম্বর (ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ) প্রকাশিত হয়েছিল 'নজরুল
গীতিকা'। প্রকাশক: শ্রীকালীকৃষ্ণ
চক্রবর্তী, শরচ্চন্দ্র চক্রবর্তী এন্ড সন্স, ২১ নন্দকুমার চৌধুরী লেন, কলকাতা।
প্রিন্টার: শ্রীমনোরঞ্জন, কালিকা প্রেস, ২১ নন্দকুমার চৌধুরী লেন, কলকাত। পৃষ্ঠা
৪+১৫১। মূল্য দেড় টাকা। নজরুল গীতিকা ১৩৩৭ বঙ্গাব্দের কার্তিক-
অগ্রহায়ণ মাসে প্রকাশিত
হয়েছিল দুটি
নতুন গান। নাট্য-সংকলন ঝিলিমিলি।
এই বছরে রচিত নতুন গান ছিল ৩৯টি। ৩১
বৎসর অতিক্রান্ত বয়স শেষে মোট গানের সংখ্যা দাঁড়িয়েছিল ২৭২টি।
১৯৩০ খ্রিষ্টাব্দের ৭ই মে (বুধবার, ২৪ বৈশাখ ১৩৩৭) নজরুলের দ্বিতীয় সন্তান বুলবুল (অরিন্দম
খালেদ) বসন্ত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ
করেন। এই সন্তানের মৃত্যুতে নজরুল খুব ভেঙে
পড়েন। সন্তান বিয়োগ ব্যথার মধ্য দিয়ে, তাঁর ৩১ বৎসর অতিক্রান্ত বয়সের সূচনা হয়েছিল।
শুরুর এই কয়েকদিনে কবি পরিবার (নজরুল, প্রমীলা নজরুল এবং গিরিবালা দেবী) শোকাগ্রস্ত
স্থবির দশায় কেটেছে। অনেকের মতে নজরুল 'ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে' গানটি রচনা
করেছিলেন বুলবুলের মৃত্যুর পরপরই। কিন্তু গানটি রচনার সুনির্দষ্ট তারিখ পাওয়া যায়
না। গানটি প্রথম প্রকাশিত হয়েছিল বুলবুল পত্রিকার 'মাঘ ১৩৪৪'
(জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৩৮) সংখ্যায়।
জুন মাসে নজরুল শোকের ধাক্কা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছিলেন।
জুন থেকে জুলাই মাসের ভিতরে তিনি রচনা করেন তিনটি গান। গানগুলো হলো-
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ:
উত্তরা [আষাঢ় ১৩৩৭ (জুন-জুলাই ১৯৩০)]
নজরুলের বয়স: ৩১ বৎসর ১ মাস।
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: জয়তী [শ্রাবণ ১৩৩৭ (জুলাই-আগষ্ট ১৯৩০)]
নজরুলের বয়স: ৩১ বৎসর ২ মাস।
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: জয়তী [শ্রাবণ ১৩৩৭ (জুলাই-আগষ্ট ১৯৩০)]
নজরুলের বয়স: ৩১ বৎসর ২ মাস।
কাজী নজরুল ইসলামের রচিত ষোড়শ কাব্যগ্রন্থ
প্রলয় শিখা, ১৯৩০ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে ৫০/২ মসজিদ বাড়ি স্ট্রিট,
কলিকাতা থেকে প্রকাশিত হয়েছিল। মুদ্রক: নজরুল ইসলাম। মহামায়া প্রেস, ১৯৩ কর্নওয়ালিস
স্ট্রিট, কলিকাতা। পরিবেশক: ব্রজবিহারী বর্মণ, বর্মণ পাবলিশিং হাউস, কলিকাতা।
এই গ্রন্থে ৪টি গান অন্তরভুক্ত হয়েছিল। এর ভিতরে দুটি গান ছিল নতুন। এই গান দুটি হলো-
নজরুলের গান বিভিন্ন কাব্য ও সঙ্গীত সংকলনে স্থান পেলেও, নজরুলের অধিকাংশ গ্রন্থ
সরকার বাজেয়াপ্ত করেছিল। ফলে গানের বাণী সঙ্গীত পিপাসুদের কাছে
তাঁর অনেক গানের বানী অপ্রাপ্য হয়ে উঠেছিল।
তাই নজরুল স্বতন্ত্র সঙ্গীত-সংকলন প্রকাশে আগ্রহী হয়ে উঠেছিলেন। এই সূত্রে প্রকাশিত
হয়েছিল- নজরুলের বিভিন্ন ভাবাদর্শের সঙ্গীত-সংকলন 'নজরুল গীতিকা।
এই গ্রন্থে মোট গানের সংখ্যা ছিল ১২৭টি। এর ভিতরে
নূতন গান ছিল ২৬টি। উৎসর্গ-এর গানটি ছাড়া গানগুলোকে ১০টি ভাগে
সাজানো হয়েছিল। এই ভাগগুলো হলো- ওমর খৈয়াম-গীতি, দীওয়ান-ই-হাফিজ গীতি, জাতীয় সঙ্গীত, ঠুংরী,
গজল, টপ্পা, বাউল-ভাটিয়ালী, ধ্রুপদ, হাসির গান ও খেয়াল। এ সকল পর্বে যে সকল নতুন গান রাখা হয়েছিল, তার তালিকা তুলে ধরা হলো।
৫ মাস।
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: জয়তী
[কার্তিক-অগ্রহায়ণ ১৩৩৭ (নভেম্বর-ডিসেম্বর ১৯৩০)
নজরুলের বয়স: ৩১ বৎসর
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: জয়তী
[কার্তিক-অগ্রহায়ণ ১৩৩৭ (নভেম্বর-ডিসেম্বর ১৯৩০)
নজরুলের বয়স: ৩১ বৎসর ৫ মাস।
১৩৩৭ বঙ্গাব্দের অগ্রহায়ণ
মাসে প্রকাশিত হয়েছিল 'ঝিলিমিলি' নামক নাট্যসংকলনের প্রথম সংস্করণ। এই সংকলনে
অন্তর্ভুক্ত হয়েছিল তিনটি নাটিকা। এগুলো হলো- ঝিলিমিলি, সেতুবন্ধ ও শিল্পী। এর
ভিতরে 'ঝিলিমিলি' নাটিকার নামে এই সংকলনের নামকরণ করা হয়েছিল। এই তিনটি নাটিক
১৯৩০ খ্রিষ্টাব্দের ২৪শে ডিসেম্বর
(বুধবার ৯ পৌষ ১৩৩৭ বঙ্গাব্দ),
মন্মথ রায়ের
নাটক
কারাগার,
মনোমোহন থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল। এর ভিতের নজরুলের
রচিত গান ছিল ৮টি। এর ভিতরে নতুন
গান ছিল- ৬টি। গান দুটি হলো-
- কুসুম সুকুমার শ্যামল তনু [তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: জয়তী। পৌষ-মাঘ ১৩৩৭ (ডিসেম্বর ১৯৩১-জানুয়ারি ১৯৩২)
নজরুলের বয়স: ৩১ বৎসর ৭ মাস।- গানগুলি মোর আহত পাখির সম [তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: জয়তী। বৈশাখ ১৩৩৮ সংখ্যা (এপ্রিল-মে ১৯৩১)
নজরুলের বয়স: ৩১ বৎসর ১১ মাস।- প্রিয় তুমি কোথায় আজি [তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: জয়তী। বৈশাখ ১৩৩৮ সংখ্যা (এপ্রিল-মে ১৯৩১)
নজরুলের বয়স: ৩১ বৎসর ১১ মাস।
সূত্র