৬৩ বৎসর অতিক্রান্ত বয়স

২৫ বৈশাখ ১৩৩১ বঙ্গাব্দ থেকে ২৪ বৈশাখ ১৩৩২ বঙ্গাব্দ পর্যন্ত (৭ মে ১৯২৪- ৬ মে ১৯২৫ খ্রিষ্টাব্দ)


মাসিক বসুমতী পত্রিকায় (বৈশাখ ১৩৩ বঙ্গাব্দ) প্রকাশিত 'নটীর পূজা'-এর সাথে নিচের গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় নাই।

 

 

 

শান্তিনিকেতন পত্রিকার অগ্রহায়ণ ১৩৩১ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। প্রভাতকুমার মুখোপাধ্যায় তাঁর গীতবিতান কালানুক্রমিক সূচীতে এই গানটির রচনাকাল হিসেবে উল্লেখ করেছেন অগ্রহায়ণ ১৩৩১।

 এই গানটি হলো

যায় নিয়ে যায় আমায় আপন [প্রেম-১৪] [তথ্য]

প্রবাসী পত্রিকায় এই গানটি ১৩৩১ বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। প্রভাতকুমার মুখোপাধ্যায় তাঁর গীতবিতান কালানুক্রমিক সূচীতে এই গানটির রচনাকাল হিসেবে উল্লেখ করেছেন পৌষ ১৩৩১ উল্লেখ করেছেন। এই গানটি হলো ―

গানের ঝরনাতলায় তুমি সাঁঝের বেলায় এলে [পূজা-৩০] [তথ্য


'রক্তকরবী'র গান-

'