|
খাঁদা-নাক হস্তি চিকা
Short-snouted elephant shrew
এক ধরনের আফ্রিকান চিকা। ১৮৩৬ খ্রিষ্টাব্দে এর প্রজাতিগত
Elephantulus
brachyrhynchus
নামকরণ করেছিলেন এ. স্মিথ।
এর সাধারণ নাম খাঁদা-নাক হস্তি চিকা (Short-snouted
elephant shrew)। এই জাতীয় চিকা
আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পাওয়া যায়। বিশেষ করে উত্তর-পূর্ব নামিবিয়া,
পূর্ব ও মধ্য বোৎসোয়ানা, এ্যাঙ্গোলা, জাম্বাবুয়ে, মালাউই, জাম্বিয়া এবং মোজাম্বিক,
কঙ্গো, পূর্ব আফ্রিকা, তাঞ্জানিয়া, কেনিয়া এবং উগান্ডা।
এদের নাক অপেক্ষাকৃত হ্রস্ব। এই কারণে এদের
খাঁদা-নাক বলা হয়। এরা সাধারণত বাস করে বৃক্ষহীন শুষ্ক তৃণময় অঞ্চলে। এরা
মাত্রা ৪-৫ বৎসর বাঁচে।
এদের মাথা থেকে লেজ পর্যন্ত গড় দৈর্ঘ্য ২১ সেন্টিমিটার। ওজন ১.৪১-১১ আউন্স।
দেহের উপরিভাগ বাদামী পশম দ্বারা আবৃত।
এরা সাধারণ একাকী থাকতে পছন্দ করে। শুধু যৌনক্রিয়ার সময় জোড়া ধরে বিচরণ করে। সাধারণ
সকাল বেলায় সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এরা সাধারণত একবার জোড়া বাধলে, আজীবন তা
অক্ষুণ্ণ থাকে। এদের গর্ভধারণ কাল ৫৭ থেকে ৬৫ দিন। স্ত্রী চিকা প্রতি বছর
প্রায় ৫-৬টি সন্তান জন্ম দেয়। জন্মের সময় শাবকদের চোখ খোলা থাকে। জন্মের পর থেকেই
শাবকগুলো চলাচলে সক্ষম হয়ে উঠে। ৫০ দিনের ভিতরে এরা প্রাপ্তবয়স্ক হয়ে উঠে। এদের
কানের পিছনের একটি গ্রন্থি থেকে গন্ধ বের হয়। এই গন্ধ দ্বারা এরা নিজেদের এলাকা
নির্ধারণ করে রাখে।
এদের প্রধান খাদ্য নানা ধরনের কীটপতঙ্গ। তবে ফল, ফুল, বীজও খেয়ে থাকে।
খাঁদা-নাক হস্তি চিকার
ক্রমবিবর্তন
ট্রায়াসিক অধিযুগেরর ২২ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
স্তন্যপায়ী
শ্রেণির
থেরিফর্ম্স্
উপশ্রেণির
প্রাণিকুল থেকে হোলোথেরিয়া
থাকের উদ্ভব হয়েছিল।
এরপর এই থাক থেকে
২১.৬৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে উৎপন্ন হয়েছিল
ট্রেকনোথেরিয়া
থাক।
১৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই থাক থেকে উৎপন্ন হয়েছিল ক্ল্যাডোথেরিয়া থাকের প্রাণিকুল। ক্ল্যাডোথেরিয়া থাকের আদি প্রাণিকুল থেকে উদ্ভব হয়েছিল জাথেরিয়া থাক ও ড্রাইয়োলেসটোইডিয়া ঊর্ধবর্গের প্রাণিকুল। এই জাথেরিয়া থাক থেকে ১৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দে (জুরাসিক অধিযুগ) উৎপন্ন হয়েছিল থেরিয়া থাকের প্রাণিকুল। প্রায় একই সময়ে থেরিয়া থাক থেকে উদ্ভব হয়েছিল ইউথেরিয়া থাকের প্রাণিকুল। এই থাকের সর্ব প্রাচীন নমুনা স্তন্যপায়ী পাওয়া গেছে চীনে। এই প্রাণীটি এই থাকের জুরামিয়া গণের একটি প্রজাতি। এর বৈজ্ঞানিক নাম- Juramaia sinensis।
ইউথেরিয়া থাক থেকে
প্যালেয়োসিন যুগে (৬.৬-৫.৬
কোটি
খ্রিষ্টপূর্বাব্দ) শুরুর দিকে অমরাযুক্ত
(Placentalia)
স্তন্যপায়ী প্রাণির আবির্ভাব ঘটে। জীববিজ্ঞানীরা এই জাতীয় স্তন্যপায়ীদের
প্লাসেন্টালিয়া
ক্ষুদ্রশ্রেণি হিসেবে অভিহিত করেছেন।
ক্রেটাসিয়াস অধিযুগের
শেষে এবং
প্যালেয়োসিন অন্তঃযুগের
শুরুর দিকে (৬.৬
কোটি
খ্রিষ্টপূর্বাব্দ)ইউথেরিয়া থাক থেকে
অমরাযুক্ত
প্লাসেন্টালিয়া ক্ষুদ্রশ্রেণির
স্তন্যপায়ী প্রাণির আবির্ভাব ঘটেছিল।
৬.৫
কোটি
খ্রিষ্টপূর্বাব্দের দিকে
প্লাসেন্টালিয়া
প্রাণিকুল থেকে
আট্লান্টোজেনাটা
থাক পৃথক হয়ে গিয়েছিল। আর মূল ধারায় থেকে গিয়েছিল
এক্সাফ্রোপ্লাসেন্টালিয়া
থাকের প্রাণিকুল।
৬.৫ কোটি খ্রিষ্টাব্দের দিকে
আট্লান্টোজেনাটা থাক বিভাজিত হয়ে
আফ্রোথেরিয়া
ঊর্ধবর্গের প্রজাতিসমূহের উদ্ভব হয়।
প্রায় ৫.৭৮ কোটি খ্রিষ্ট-পূর্বাব্দের দিকে
আফ্রোথেরিয়া
ঊর্ধবর্গ থেকে উদ্ভব হয়েছিল
পিনুঙ্গুলাটা
থাকের প্রাণিকুল। আর
৩৬-২৫.৮ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে উদ্ভব হয়েছিল
আফ্রোইনসেক্টিফিলা
থাকের প্রাণিকুল। আর
৩৬-২৫.৮ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে উদ্ভব হয়েছিল
আফ্রোইনসেক্টিফিলা
থাকের প্রাণিকুল। আর
লুটেশিয়ান আমলে (৪.৭৮-৪.১২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ)
এই থাকে উদ্ভব হয়েছিল
ম্যাক্রোস্কেলিডিয়া বর্গের প্রাণিকুল। এই বর্গ থেকে
পরবর্তী সময়ে উদ্ভব হয়েছিল
ম্যাক্রোস্কেলিডিডি গোত্রের প্রাণিকুল।
এই বর্গ থেকে
পরবর্তী সময়ে উদ্ভব হয়েছিল ম্যাক্রোস্কেলিডিডি গোত্রের প্রাণিকুল। এই গোত্র থেকে
উদ্ভব হয়েছিল চারটি গণ। এই চারটি গণের একটি হলো -
Elephantulus।
এই গণের একটি বিশেষ প্রজাতি হলো-
Elephantulus
brachyrhynchus
বা খাঁদা-নাক হস্তি চিকা।