ম্যাক্রোস্কেলিডিডি
Macroscelididae

স্তন্যপায়ী প্রাণীর একটি গোত্র বিশেষ। ১৮৩৮ খ্রিষ্টাব্দে এই গোত্রে নামকরণ করেছিলেন ফরাসি বিজ্ঞানী বোনাপার্টে। এই গোত্রের প্রাণিকলুকে সাধারণভাবে বলা হয় হস্তি চিকা (Elephant shrew)। উল্লেখ্য, এদের লম্বা ঠোঁটের জন্য এরূপ নামকরণ করা হয়েছে।

হস্তি চিকার ক্রমবিবর্তন

স্তন্যপায়ী শ্রেণির ক্রেটাসিয়াস অধিযুগের শেষে এবং প্যালেয়োসিন অন্তঃযুগের শুরুর দিকে (৬.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) ইউথেরিয়া থাক থেকে অমরাযুক্ত প্লাসেন্টালিয়া ক্ষুদ্রশ্রেণির স্তন্যপায়ী প্রাণির আবির্ভাব ঘটেছিল।

৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে প্লাসেন্টালিয়া প্রাণিকুল থেকে আট্‌লান্টোজেনাটা থাক পৃথক হয়ে গিয়েছিল। আর মূল ধারায় থেকে গিয়েছিল এক্সাফ্রোপ্লাসেন্টালিয়া থাকের প্রাণিকুল।
 

৬.৫ কোটি খ্রিষ্টাব্দের দিকে আট্‌লান্টোজেনাটা থাক বিভাজিত হয়ে আফ্রোথেরিয়া ঊর্ধবর্গের প্রজাতিসমূহের উদ্ভব হয়। প্রায় ৫.৭৮ কোটি খ্রিষ্ট-পূর্বাব্দের দিকে আফ্রোথেরিয়া ঊর্ধবর্গ থেকে উদ্ভব হয়েছিল পিনুঙ্গুলাটা থাকের প্রাণিকুল। আর ৩৬-২৫.৮ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে উদ্ভব হয়েছিল আফ্রোইনসেক্টিফিলা থাকের প্রাণিকুল। আফ্রোইনসেক্টিফিলা থাকের প্রাণিকুল পরবর্তী লুটেশিয়ান আমল (৪.৭৮-১.৫০৭৮ খ্রিষ্টপূর্বাব্দ) দুটি থাকে বিভাজিত হয়ে যায়। এই থাক দুটি হলো- আফ্রোইনসেক্টিভোরা ও টুবুলিডেন্টালা। এই আমলেই আফ্রোইনসেক্টিভোরা
থাক থেকে উদ্ভব হয়েছিল

৫.৭৮ কোটি খ্রিষ্ট-পূর্বাব্দের দিকে আফ্রোথেরিয়া ঊর্ধবর্গ থেকে উদ্ভব হয়েছিল পিনুঙ্গুলাটা থাকের প্রাণিকুল। আর
৩৬-২৫.৮ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে উদ্ভব হয়েছিল আফ্রোইনসেক্টিফিলা থাকের প্রাণিকুল। আর ৩৬-২৫.৮ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে উদ্ভব হয়েছিল আফ্রোইনসেক্টিফিলা থাকের প্রাণিকুল। আর লুটেশিয়ান আমলে (৪.৭৮-৪.১২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) এই থাকে উদ্ভব হয়েছিল ম্যাক্রোস্কেলিডিয়া এবং আফ্রোসোরিডা বর্গের প্রাণিকুল। এই বর্গ থেকে পরবর্তী সময়ে উদ্ভব হয়েছিল ম্যাক্রোস্কেলিডিডি গোত্রের প্রাণিকুল। এই গোত্র থেকে উদ্ভব হয়েছিল চারটি গণ। এই গণগুলো হলো-


সূত্র: