রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি 24
বিশ্বভারতীর (শান্তিনিকেতন) রবীন্দ্রভবনের
আর্কাইভে রক্ষিত এই পাণ্ডুলিপির নাম-
Ms.
27।
আর যাদবপুর বৈদ্যুতিন সংস্করণের নাম
RBVBMS 027।
এই পাণ্ডুলিপিতে লেখা হয়েছিল গীতবিতান, নটরাজ, পরিশেষ, বনবাণী, বিচিত্রিতার
গান ও কবিতা। নিচে শুধু গানগুলোর তালিকা দেওয়া
হলো।
মলাট
প্রচ্ছদ
সূচি:
- আপন মনে গোপন কোণে [বিচিত্র-২৩]
[তথ্য]
[নমুনা]
- আমার নয়ন তোমার নয়নতলে [প্রেম-৯২]
[তথ্য]
[নমুনা]
- আমার পথে পথে পাথর ছড়ানো [পূজা-৫৭০]
[তথ্য]
[নমুনা]
- আলোর অমল কমলখানি কে ফোটালে [প্রকৃতি-১৬৭]
[তথ্য]
[নমুনা]
- এবার মিলন-হাওয়ায় হাওয়ায়[প্রেম-১৩০]
[তথ্য]
[নমুনা]
- এসো, এসো, এসো হে বৈশাখ [প্রকৃতি-১৪]
[তথ্য]
[নমুনা]
- হায় রে, ওরে যায় না কি জানা [প্রেম-১৮৬]
[তথ্য]
[নমুনা]
- কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে [প্রেম-১৫৭]
[তথ্য]
[নমুনা]
- কাছে যবে ছিল পাশে হল না যাওয়া [প্রেম-১৯১]
[তথ্য]
[নমুনা]
- কেন পান্থ এ চঞ্চলতা [প্রকৃতি-৯৩]
[তথ্য]
[নমুনা]
- খরবায়ু বয় বেগে, চারি দিক ছায় মেঘে [বিচিত্র-৫০, তাসের দেশ]
[তথ্য]
[নমুনা]
- গগনে গগনে আপনার মনে কী খেলা তব [প্রকৃতি ৯১]
[তথ্য]
[নমুনা]
- চরণরেখা তব যে পথে দিলে লেখি [প্রকৃতি-২৩৩ ও প্রেম ও প্রকৃতি-৭৬]
[তথ্য]
[নমুনা]
- চাঁদের হাসির বাঁধ ভেঙেছে [প্রেম-৯৪]
[তথ্য]
[নমুনা]
- ছিন্ন পাতার সাজাই তরণী [পূজা-৫৮০]
[তথ্য]
[নমুনা]
- জয় করে তবু ভয় কেন [প্রেম-১৫৬]
[তথ্য]
[নমুনা]
- জানি তুমি ফিরে আসিবে আবার জানি [প্রেম-১৭৮]
[তথ্য]
[নমুনা]
- ডাকিল মোরে জাগার সাথি [পূজা-৫২৯]
[তথ্য]
[নমুনা]
- তুমি আমায় ডেকেছিলে [প্রেম-২৮৮]
[তথ্য]
[নমুনা]
- তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া [পূজা-১৫০]
[তথ্য]
[নমুনা]
- তুমি হঠাৎ-হাওয়ায় ভেসে আসা ধন [পূজা-৫৭১]
[তথ্য]
[নমুনা]
- তোমার আসন পাতব কোথায় হে অতিথি [প্রকৃতি-২৩৫]
[তথ্য]
[নমুনা]
- তোমার প্রীতি করুণ-স্মৃতি [প্রেম-২৫৩]
[তথ্য]
[নমুনা]
- তোমার হাতের অরুণলেখা [পূজা-৬০২]
[তথ্য]
[নমুনা]
- নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে [পূজা-৩৮৫]
[তথ্য]
[নমুনা]
- নাই ভয়, নাই ভয় [বিচিত্র-৩]
[তথ্য]
[নমুনা]
- নৃত্যের তালে তালে হে নটরাজ [বিচিত্র-২]
[তথ্য]
[নমুনা:
[প্রথমাংশ,
শেষাংশ]
- পুরানো জানিয়া চেয়ো না আমারে [প্রেম-৭৫]
[তথ্য]
[নমুনা]
- ফুল তুলিতে ভুল করেছি [প্রেম-৯৩]
[তথ্য]
[নমুনা]
- মধ্যদিনে যবে গান বন্ধ করে পাখি [প্রকৃতি-১৬]
[তথ্য]
[নমুনা]
- মনে রবে কিনা রবে আমারে [প্রেম-১০]
[তথ্য]
[নমুনা]
- মুখপানে চেয়ে দেখি ভয় হয় মনে [প্রেম-১৫৯]
[তথ্য]
[নমুনা]
- যাবার বেলা শেষ কথাটি যাও বলে [প্রেম-১৭৭]
[তথ্য]
[নমুনা]
- রাঙিয়ে দিয়ে যাও গো এবার [বিচিত্র-১৬][শাপমোচন]
[তথ্য]
[নমুনা]
- লুকালে ব'লেই খুঁজে বাহির করা [প্রেম-৩২৫]
[তথ্য]
[নমুনা]
- শিউলি ফুল, শিউলি ফুল[প্রকৃতি-১৪৭]
[তথ্য]
[নমুনা]
- সকরুণ বেণু বাজায়ে কে যায়(পাঠান্তর)[প্রেম-২৪৯]
[তথ্য]
[নমুনা]
- সন্ন্যাসী, ধ্যানে নিমগ্ন [প্রেম ও প্রকৃতি ৭৫]
[তথ্য]
[নমুনা]
- সেদিন দুজনে দুলেছিনু বনে [প্রেম-১৮৯, শাপমোচন]
[তথ্য]
[নমুনা]
- হায় রে, ওরে যায় না কি জানা [প্রেম-১৮৬]
[তথ্য]
[নমুনা]
- হায় হেমন্তলক্ষ্মী [প্রকৃতি-১৭২]
[তথ্য]
[নমুনা]
- হিংসায় উন্মত্ত পৃথ্বী [পূজা-৪০৬]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ ]
- হিমের রাতে ওই গগনের দীপগুলিরে [প্রকৃতি ১৭১]
[তথ্য]
[নমুনা]
- হে সন্ন্যাসী, হিমগিরি ফেলে নীচে নেমে এলে [প্রকৃতি ১৮৭]
[তথ্য]
[নমুনা]