|
লেমুরোইডি
Lemuroidea
প্রাইমেট বর্গের অন্তর্গত ক্ষুদ্রবর্গ
বিশেষ। ১৮২১ খ্রিষ্টাব্দে এই বর্গের নামকরণ করেন ব্রিটিশ বিজ্ঞানী গ্রে
(Gray)।
ধারণা করা হয়−
৬ কোটি ৫০
লক্ষ
খ্রিষ্টপূর্বাব্দের দিকে
প্রাইমেটদের আদর্শরূপ বিকশিত হয়েছিল।
৫ কোটি ৯০ লক্ষ
খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই বর্গের প্রাণীরা দুটি স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে বিকশিত
হয়ে উঠেছিল।
বিজ্ঞানীরা এই ভাগ দুটিকে দুটি উপবর্গ হিসাবে চিহ্নিত করেছেন। এই উপবর্গ দুটি হলো
−
স্ট্রেপ্সির্হৃনি (Strepsirrhin)
হ্যাপ্লোর্হৃনি (Haplorrhini)
এই উপবর্গের মোট ৯১টি প্রজাতির কথা জানা যায়। এদের ভিতর অনেক প্রজাতি
বিলুপ্ত হয়ে গেছে। জীবিত প্রজাতিগুলোর ভিতরে আফ্রিকার মাদাগাস্কারে একটি প্রজাতি পাওয়া যায়। অবশিষ্ট কিছু প্রজাতি পাওয়া যায় দক্ষিণ-পূর্ব এশিয়াতে। এই বর্গের প্রাণীগুলোর দেহ ও মাথা আকারে বেশ ছোট। এই কারণে এরা
দৈহিক দিক থেকে যেমন বলিষ্ট নয়,
তেমনি বুদ্ধিমত্তাও উন্নততর নয়। এদের ঘ্রাণ-শক্তি বেশ প্রখর।
৫.৯০ থেকে ৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই উপবর্গটি তিনটি ক্ষুদ্রবর্গে বিভাজিত হয়ে গিয়েছিল।
এই ক্ষুদ্রবর্গ ( (Infraorder)
তিনটি হলো
―
লেমুরিফর্মস
(Lemuriformes),
চিরোমাইফর্মস
(Chiromyiformes)
এবং লোরিসিফর্মস
(Lorisiformes)
।
৫.৫ থেকে ৩.৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে লেমুরিফর্মস ক্ষুদ্রবর্গটি দুটি
ঊর্ধ্বগোত্রে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ঊর্ধ্বগোত্র দুটি হলো-
ঊর্ধ্বক্রম থেকে এর
শ্রেণীবিন্যাস হলো-
এক নজরে লেমুরের জন্য চিহ্নিত লেমুরিফর্মস ক্ষুদ্রবর্গের শ্রেণিবিন্যাস দেখানো হলো-
Superfamily (অধিগোত্র) : Lemuroidea | ||||||
Family (গোত্র) : Lemuridae | ||||||
Subfamily (উপগোত্র) : Lemurinae | ||||||
Genus (গণ) : Lemur | ||||||
|
Species (প্রজাতি) : সাধারণ কালো লেমুর (Black lemur) বাদামী লেমুর (Brown lemur) ধূসর-মুণ্ড লেমুর (gray-headed lemur) মঙ্গুজ লেমুর (mongoose lemur) মুকুট লেমুর (crowned lemur) লাল-পেট লেমুর (red-bellied lemur) |
|||||
Genus (গণ) : Eulemur (ইউলেমুর) | ||||||
Species (প্রজাতি) : fulvus [বাদামী লেমুর (Brown lemur)] | ||||||
Sub-species
(উপ-প্রজাতি) :
albifrons, albocollaris, collaris,
fulvu, rufus, sanfordi |
||||||
Species (প্রজাতি) : macaco | ||||||
Sub-species (উপ-প্রজাতি) : macaco, flavifrons | ||||||
Species (প্রজাতি) : cinereiceps, coronatus, mongoz, rubriventer | ||||||
Genus (গণ) : Hapalemur | ||||||
Species (প্রজাতি) : griseus | ||||||
Sub-species (উপ-প্রজাতি) : meridionalis, occidentalis | ||||||
Species (প্রজাতি) : alaotrensis, aureus | ||||||
Genus (গণ) : Prolemur | ||||||
Species (প্রজাতি) : simus | ||||||
Genus (গণ) : Varecia | ||||||
Species (প্রজাতি) : rubra | ||||||
Species (প্রজাতি) : Variegate | ||||||
Sub-species (উপ-প্রজাতি) : editorum , subcincta , variegate | ||||||
Family (গোত্র) : Lepilemuridae | ||||||
Genus (গণ) : Megaladapis | ||||||
Subgenus (উপগণ) : Peloriadapis | ||||||
Species (প্রজাতি) : edwardsi | ||||||
Subgenus (উপগণ) : Megaladapis | ||||||
Species (প্রজাতি) : madagascariensis, grandidieri | ||||||
Genus (গণ) : Lepilemur | ||||||
Species (প্রজাতি) : aeeclis, ahmansoni, ankaranensis, betsileo, dorsalis, edwardsi, fleuretae, grewcocki, hubbardi, jamesi, leucopus, manasamody, microdon, milanoii, mustelinus, otto, petteri, randrianasoli, ruficaudatus, sahamalazensis, seali, septentrionalis, tymerlachsoni, wrighti | ||||||
Family (গোত্র) : Indriidae | ||||||
Subfamily (উপগোত্র) : Archaeolemurinae | ||||||
Genus (গণ) : Archaeolemur | ||||||
Species (প্রজাতি): edwardsi, majori | ||||||
Genus (গণ) : Hydropithecus | ||||||
Species (প্রজাতি): stenognathus | ||||||
Subfamily (উপগোত্র): Palaeopropithecinae | ||||||
Genus (গণ) : Archaeoindris | ||||||
Species (প্রজাতি): fontoynonti | ||||||
Genus (গণ) : Babakotia | ||||||
Species (প্রজাতি): radofilai | ||||||
Genus (গণ) : Palaeopropithecus | ||||||
Species (প্রজাতি): ingens | ||||||
Subfamily (উপগোত্র) : Indriinae | ||||||
Genus (গণ) : Indri | ||||||
Species (প্রজাতি): indri | ||||||
Genus (গণ) : Avahi | ||||||
Species (প্রজাতি): cleesei, laniger, occidentalis, unicolor | ||||||
Genus (গণ) : Propithecus | ||||||
Species (প্রজাতি): diadema | ||||||
Sub-species (উপ-প্রজাতি) : candidus, diadema, edwardsi, perrieri, tattersalli | ||||||
Species (প্রজাতি): verreauxi | ||||||
Sub-species (উপ-প্রজাতি) : coquereli, coronatus, deckenii, verreauxi | ||||||
এর সকল তথ্য গ্রহণ করা হয়েছে ইন্টারনেট
থেকে। গৃহীত তথ্য এবং চিত্রসমূহ যে সকল ওয়েবপেজ থেকে গৃহীত হয়েছে, তার তালিকা-
http://www.animalinfo.org
http://www.arkive.org/
http://www.primate-sg.org/
http://www.omahazoo.com/