হোমো নালেডি  
 

হোমো গণের প্রাচীনতম প্রজাতি। ৩.৩৫-২.৩৬ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিলে এরা দক্ষিণ আফ্রিকা গটেনবার্গ প্রদেশে বসবাস করতো।

২০১৩ খ্রিষ্টাব্দে দক্ষিণ আফ্রিকার গটেনবার্গ প্রদেশের রাইজিং স্টার গুহা অঞ্চলে
(Raising Star Cave System) প্রায় ১৫০০ জীবাশ্মের টুকরো পাওয়া যায়। এদের ভিতরে নারী, পুরুষ ও শিশুর জীবাশ্ম রয়েছে। সম্ভবত মৃতদেহ সৎকারের পর, এরা এই গুহায় রেখে দিত।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার
University of Witwatersrand -এর অধ্যাপক  লী বার্জার (Lee Berger)-এর নেতৃত্বে পরিচালিত প্রত্মতাত্ত্বিক অভিযানে এই জীবাশ্মগুলো পাওয়া গিয়েছে।

বিজ্ঞানীদের ধারণা, হোমো নালেডিদের হাত, কব্জি এবং পায়ের পাতা আধুনিক মানুষদেরই মতো ছিল। কিন্তু দেহের উর্ধাংশ ও মগজের আকার ছিল মানুষের আদিতম পূর্ব পুরুষদের মতোই ছোট। এরা হাতে বিভিন্ন জিনিস নিয়ে কাজ করতে পারতো। তবে এদের আঙ্গুলগুলো কিছুটা  বাঁকানো ছিল। 

এদের দৈহিক বৈশিষ্ট্য অস্ট্রালোপিথেকাস এবং হোমো গণের প্রজাতিগুলোর সাথে বেশি মিল ছিল।  এদের
গড় উচ্চতা ছিল মাত্র ৪৬ সেন্টিমিটার এবং গড় ওজন ছিল ৩৯-৫৫ কেজি। এদের করোটির পরিমাপ হলো ৪৬০-৬১০ ঘনসেন্টিমিটার।

এরা শিকারী ছিল। মাংসের পাশাপাশি এরা বনজ ফলমূল আহার করতো।