হোমো ফ্লোরেসিয়েনসিস
ইংরেজি Homo floresiensis
 

হোমো গণের একটি প্রজাতি। ২০০৪ সালে এর নামকরণ করেন- পি ব্রাউন। এর সাধারণ নাম, হোব্বিট।  ধারণা করা হয় এরা ১ লক্ষ থেকে ৫০ হাজার বৎসর আগে বসবাস করতো।

ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার একটি প্রত্নতাত্ত্বিক দল, ২০০৩ খ্রিষ্টাব্দে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস (flores) দ্বীপের লিয়াং বুয়া (Liang Bua) -তে অভিযান পরিচালনা করে এই প্রজাতির জীবাশ্মের সন্ধান পায়। এই জীবাশ্মটি ছিল করোটি এবং কিছু হাত পায়ের অস্থি। বিজ্ঞানীরা এই একে
LB-1 নমুনা হিসেবে উল্লেখ করে থাকেন। এটি ছিল একটি নারীর জীবাশ্ম। এই নমুনা অনুসারে জানা যায় এদের উচ্চতা ছিল মাত্র ১০৬ সেন্টিমিটার (৩ ফুট ৬ ইঞ্চি) এবং ওজন ছিল ৩০ কেজি। এদের মস্তিস্কের মাপ ছিল মাত্র ৩৮০ সিসি। এই খুলির বয়স নিরুপণ করা হয়েছে ৮০ বৎসর।

 

এরা ছিল শিকারী। এরা পাথুরে অস্ত্র তৈরি করতে শিখেছিল এবং এই অস্ত্র এরা আত্মরক্ষা এবং শিকারের কাজে ব্যবহার করতো।