স্তন্যপায়ী
শ্রেণির প্রাণীর
একটি গোত্র। ১৮২১ খ্রিষ্টাব্দে এই গোত্রের নামকরণ করেছিলেন গ্রে।
ধারণা করা হয় লুটেশিয়ান আমলের৪.৫ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের
দিকে
স্তন্যপায়ীর প্রাণীর ক্যামেলোইডিয়া
ঊর্ধগোত্র থেকে গোত্রের প্রজাতিসমূহের উদ্ভব হয়েছিল।
৪.৫ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিকে এই গোত্রটি দুটি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো-