|
স্ট্রেপ্সির্হৃনি(Strepsirrhin)
এই উপবর্গের মোট ৯১টি প্রজাতির কথা জানা যায়। এদের ভিতর অনেক প্রজাতি
বিলুপ্ত হয়ে গেছে। জীবিত প্রজাতিগুলোর ভিতরে আফ্রিকার মাদাগাস্কারে একটি প্রজাতি পাওয়া যায়। অবশিষ্ট কিছু প্রজাতি পাওয়া যায় দক্ষিণ-পূর্ব এশিয়াতে। এই বর্গের প্রাণীগুলোর দেহ ও মাথা আকারে বেশ ছোট। এই কারণে এরা
দৈহিক দিক থেকে যেমন বলিষ্ট নয়,
তেমনি বুদ্ধিমত্তাও উন্নততর নয়। এদের ঘ্রাণ-শক্তি বেশ প্রখর।
৫.৯০ থেকে ৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই উপবর্গটি তিনটি ক্ষুদ্রবর্গে বিভাজিত হয়ে গিয়েছিল।
এই ক্ষুদ্রবর্গ (
Superfamily (অধিগোত্র) : চেইরোগ্যালেয়োইডেয়া (Cheirogaleoidea) | |||||
Family (গোত্র) : চেইরোগ্যালেয়োইডি (Cheirogaleidae) | |||||
Genus (গণ) : Cheirogaleus | |||||
Species (প্রজাতি) :
Cheirogaleus adipicaudatus {বামন লেমুর, দক্ষিণাঞ্চলীয় (Southern Dwarf Lemur)} Cheirogaleus crossleyi {পশমি কানবিশিষ্ট বামন লেমুর (Furry-eared Dwarf Lemur)} Cheirogaleus major {বৃহত্তর বামন লেমুর (Greater Dwarf Lemur)} Cheirogaleus medius {মোটা লেজ বিশিষ্ট বামন লেমুর (Fat-tailed Dwarf Lemur)}. Cheirogaleus minusculus {ক্ষুদ্র লৌহ-ধূসর বামন লেমুর (Small Iron-gray Dwarf Lemur)} Cheirogaleus ravus {বৃহৎ লৌহ-ধূসর বামন লেমুর (Large Iron-gray Dwarf Lemur)} Cheirogaleus sibreei {সিব্রির বামন লেমুর (Sibree's dwarf lemur)} |
|||||
Genus (গণ) : Microcebus | |||||
Species (প্রজাতি) : berthae, bongolavensis, coquereli, danfossi , griseorufus, jollyae, lehilahytsara, lokobensis, mamiratra, mittermeieri, murinus, myoxinus, ravelobensis, rufus, sambiranensis, simmonsi, tavaratra | |||||
Genus (গণ) : Mirza | |||||
Species (প্রজাতি) : coquereli, zaza | |||||
Genus (গণ) : Allocebus | |||||
Species (প্রজাতি) : trichotis | |||||
Genus (গণ) : Phaner | |||||
Species (প্রজাতি) : Furcifer | |||||
Sub-species (উপ-প্রজাতি) : furcifer, pallescens, parienti, electromontis | |||||
চেইরোগ্যালেয়োইডি ইংরেজি : Cheirogaleoidea প্রাইমেট বর্গের অন্তর্গত Lemuriformes ক্ষুদ্রবর্গের অন্তর্গত Cheirogaleoidea অধিগোত্রের একটি গোত্র বিশেষ। ১৮৭৩ সালে এর নামকরণ করেছিলেন Gray। এই গোত্রের অধীনে রয়েছে মোট পাঁচটি গণ। এই গণগুলি হলো- Cheirogaleus, Microcebus, Mirza, Allocebus ও Phaner। |
সূত্র :
http://www.animalinfo.org
http://www.arkive.org/
http://www.primate-sg.org/
http://www.omahazoo.com/