কেইরোগ্যালেয়োইডি
Cheirogaleoidea

প্রাইমেট বর্গের অন্তর্গত লেমুরিফর্মস ক্ষুদ্রবর্গের অন্তর্গত অধিগোত্র বিশেষ। ১৮৭৩ সালে এর এই ঊর্ধ্বগোত্রটির নামকরণ করেছিলেন Gray

এই ঊর্ধ্বগোত্রের লেমুরগুলো অন্যান্য গোত্রের লেমুরদের চেয়ে আকারে বেশ ছোট হয়ে থাকে। এদের দেহ নরম এবং দীর্ঘ পশমে ঢাকা। এদের দেহের উপরের দিকের রঙ প্রজাতিভেদে ধূসর, বাদামি লালচে বর্ণের হয়ে থাকে।

Cheirogaleids are smaller than the other lemurs and, in fact, they are the smallest primates. They have soft, long fur, colored grey-brown to reddish on top, with a generally brighter underbelly. Typically, they have small ears, large, close-set eyes, and long hind legs. Like all strepsirrhines, they have fine claws at the second toe of the hind legs. They grow to a size of only 13 to 28 cm, with a tail that is very long, sometimes up to one and a half times as long as the body. They weigh no more than 500 grams, with some species weighing as little as 60 grams.[3]

Dwarf and mouse lemurs are nocturnal and arboreal. They are excellent climbers and can also jump far, using their long tails for balance. When on the ground (a rare occurrence), they move by hopping on their hind legs. They spend the day in tree hollows or leaf nests. Cheirogaleids are typically solitary, but sometimes live together in pairs.

Their eyes possess a tapetum lucidum, a light-reflecting layer that improves their night vision. Some species, such as the lesser dwarf lemur, store fat at the hind legs and the base of the tail, and hibernate. Unlike lemurids, they have long upper incisors, although they do have the comb-like teeth typical of all strepsirhines. They have the dental formula: 2.1.3.32.1.3.3

Cheirogaleids are omnivores, eating fruits, flowers and leaves (and sometimes nectar), as well as insects, spiders, and small vertebrates.[3]

The females usually have three pairs of nipples. After a meager 60-day gestation, they will bear two to four (usually two or three) young. After five to six weeks, the young are weaned and become fully mature near the end of their first year or sometime in their second year, depending on the species. In human care, they can live for up to 15 years, although their life expectancy in the wild is probably significantly shorter.


ধারণা করা হয়  কোটি ৫০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে  প্রাইমেটদের আদর্শরূপ বিকশিত হয়েছিল। ৫ কোটি ৯০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই বর্গের প্রাণীরা দুটি স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে বিকশিত হয়ে উঠেছিল। বিজ্ঞানীরা এই ভাগ দুটিকে দুটি উপবর্গ হিসাবে চিহ্নিত করেছেন। এই উপবর্গ দুটি হলো −
স্ট্রেপ্সির্‌হৃনি (Strepsirrhin)
হ্যাপ্লোর্‌হৃনি (Haplorrhini)

এই উপবর্গের মোট ৯১টি প্রজাতির কথা জানা যায়। এদের ভিতর অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। জীবিত প্রজাতিগুলোর ভিতরে আফ্রিকার মাদাগাস্কারে একটি প্রজাতি পাওয়া যায়। অবশিষ্ট কিছু প্রজাতি পাওয়া যায় দক্ষিণ-পূর্ব এশিয়াতে। এই বর্গের প্রাণীগুলোর দেহ ও মাথা আকারে বেশ ছোট। এই কারণে এরা দৈহিক দিক থেকে যেমন বলিষ্ট নয়, তেমনি বুদ্ধিমত্তাও উন্নততর নয়। এদের ঘ্রাণ-শক্তি বেশ প্রখর।

 ৫.৯০ থেকে ৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই উপবর্গটি তিনটি ক্ষুদ্রবর্গে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ক্ষুদ্রবর্গ (
(Infraorder) তিনটি হলো লেমুরিফর্মস (Lemuriformes), চিরোমাইফর্মস (Chiromyiformes) এবং লোরিসিফর্মস (Lorisiformes)

 ৫.৫ থেকে ৩.৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে লেমুরিফর্মস ক্ষুদ্রবর্গটি দুটি ঊর্ধ্বগোত্রে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ঊর্ধ্বগোত্র দুটি হলো-


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 
  Superfamily (অধিগোত্র) : চেইরোগ্যালেয়োইডেয়া (Cheirogaleoidea)
    Family (গোত্র) : চেইরোগ্যালেয়োইডি (Cheirogaleidae)
      Genus (গণ) : Cheirogaleus
        Species (প্রজাতি) :
Cheirogaleus adipicaudatus {বামন লেমুর, দক্ষিণাঞ্চলীয় (Southern Dwarf Lemur)}
Cheirogaleus crossleyi
{
পশমি কানবিশিষ্ট বামন লেমুর (Furry-eared Dwarf Lemur)}
Cheirogaleus major
{বৃহত্তর বামন লেমুর (Greater Dwarf Lemur)}
Cheirogaleus medius
{মোটা লেজ বিশিষ্ট বামন লেমুর (Fat-tailed Dwarf Lemur)}.
Cheirogaleus minusculus
{ক্ষুদ্র লৌহ-ধূসর বামন লেমুর (Small Iron-gray Dwarf Lemur)}
Cheirogaleus ravus
{বৃহৎ লৌহ-ধূসর বামন লেমুর (Large Iron-gray Dwarf Lemur)}
Cheirogaleus sibreei {সিব্রির বামন লেমুর (Sibree's dwarf lemur)}
         
      Genus (গণ) : Microcebus
        Species (প্রজাতি) : berthae, bongolavensis, coquereli, danfossi , griseorufus, jollyae, lehilahytsara, lokobensis, mamiratra, mittermeieri, murinus, myoxinus, ravelobensis, rufus, sambiranensis, simmonsi, tavaratra
         
      Genus (গণ) : Mirza
        Species (প্রজাতি) : coquereli, zaza
         
      Genus (গণ) : Allocebus
        Species (প্রজাতি) : trichotis
         
      Genus (গণ) : Phaner
        Species (প্রজাতি) : Furcifer
          Sub-species (উপ-প্রজাতি) : furcifer, pallescens, parienti, electromontis
           

 

 

 

  চেইরোগ্যালেয়োইডি

ইংরেজি : Cheirogaleoidea
প্রাইমেট বর্গের অন্তর্গত Lemuriformes ক্ষুদ্রবর্গের অন্তর্গত Cheirogaleoidea অধিগোত্রের একটি গোত্র বিশেষ। ১৮৭৩ সালে এর নামকরণ করেছিলেন Gray এই গোত্রের অধীনে রয়েছে মোট পাঁচটি গণ। এই গণগুলি হলো- Cheirogaleus, Microcebus, Mirza, Allocebus Phaner

সূত্র :
http://www.animalinfo.org
http://www.arkive.org/
http://www.primate-sg.org/
http://www.omahazoo.com/