কুকুলিনায়ি
Cuculinae

প্রাণীজগতের এভিস
(পক্ষী) শ্রেণির একটি উপগোত্র বিশেষ।   

ক্রমবিবর্তনের ধারা
৭.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে নিয়োগনাথি  অধশ্রেণি থেকে নিয়োভেস থাকের উদ্ভব হয়েছিল। ৭.৫ থেকে ৫.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে শ্রেণিটি ৫টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এগুলো হলো- পাস্সেরিয়া, ইকুয়োর্লিটোর্নিথেস, ইনোপিনাভেস,  স্ট্রিসোরেস কোলুম্বাভেস। এর ভিতরে কোলুম্বাভেস থাকের আবির্ভাব হয়েছিল ৫.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ৫.৬ থেকে ৩.৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে কোলুম্বাভেস থাক দুটি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো- ৩.৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দে ওটিডিমোর্ফায়ি গোত্র থেকে কুকুলিমোর্ফেস বর্গের আবির্ভাব ঘটেছিল। এরপর এই বর্গ থেকে উদ্ভব হয়েছিল কুকুলিডায়ি গোত্রের এবং এই গোত্র থেকে উদ্ভব হয়েছিল কুকুলিনায়ি উপগোত্র। পরে এই উপগোত্র থেকে উদ্ভব হয়েছিল নানা গণের কোকিল। এগুলো হলো-