প্রাণীজগতের
এভিস
(পক্ষী) শ্রেণির একটি থাক বিশেষ।
২০১১ খ্রিষ্টাব্দে এই থাকের নামকরণ করেছিলেন
Smith।
ক্রমবিবর্তনের ধারা এভিস
(পক্ষী) শ্রেণির অন্তর্গতকারাড্রায়িফোর্মেস বর্গের উদ্ভব হয়েছিল ৬.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দের
দিকে। আর ৩.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের থেকে
লারিউপবর্গের উদ্ভব হয়েছিল।
প্রায় একই সময়ে এই উপবর্গ থেকে উদ্ভব হয়েছিল প্যান-আল্সিডাই থাকের। এই থাক
থেকে উদ্ভব হয়েছিল আল্সিডাই গোত্রের প্রজাতিসমূহ।