|
৫.২৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই বর্গের পক্ষীকূলের উদ্ভব হয়েছিল। এই বর্গের
অধীনে রয়েছে প্রায় ১৪০টি গোত্র এবং প্রায় ৬,৬০০ প্রজাতির পাখি। বলা হয়ে থাকে, সমগ্র
পক্ষীকূলের প্রায় অর্ধেক প্রজাতি রয়েছে এই বর্গের অধীনে।
৫.২৫ থেকে ৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই বর্গটি তিনটি উপবর্গে বিভাজিত হয়ে
গিয়েছিল। এগুলো হলো-