হুইপ্পোমোর্ফা
Whippomorpha
স্তন্যপায়ী
শ্রেণির
প্রাণীর
একটি উপর্গ বিশেষ।
ইংরেজি
Whele
(তিমি) শব্দের Wh,
Hippopotamus
শব্দের
Hippo
এবং গ্রিক morphē
(রূপ)
শব্দের
সমন্বয়ে সৃষ্টি হয়েছে Whippomorpha।
১৯৯৯ খ্রিষ্টাব্দে এই উপবর্গের নামকরণ করেছিলেন
Waddell।
৫.৫ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিকে
সেন্ট্রুমিনান্টিয়া
থাকের কিছু প্রজাতি আধা-জলচর প্রাণীতে পরিণত হয়েছিল। এই সূত্রে
এই উপবর্গের উদ্ভব হয়েছিল।
এই উপবর্গের প্রজাতিসমূহের একাংশ পূর্ণ জলচর প্রজাতিতে পরিণত হয়। এই সূত্রে
উপবর্গটি দুটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ দুটি হলো-
-
হিপ্পোটামিডি (জলহস্তী জাতীয় আদিম
প্রজাতিসমূহ)
-
সিটাসিয়া (ডলফিন ও তিমি জাতীয় আদিম
প্রাণীসমূহ)
সূত্র:
https://en.wikipedia.org/wiki/Cetruminantia