ঈজিপ্টোপিথেকাস 
গ্রিক Αίγυπτος (Egypt, মিশর)+πίθηκος (ape or monkey, এপ বা বানর)>ইংরেজি  Aegyptopithecus>বাংলা ইজিপ্টোপথেকাস।

জীববিজ্ঞানের একটি গণ বিশেষ।
ইজিপ্টোপিথেকাসের আক্ষরিক অর্থ হলো মিশরের বানর। ১৯৬৫ খ্রিষ্টাব্দে এই প্রজাতি সাইমন্স মিশরের ফায়য়ুম প্রদেশের জেবেল কাদ্রানি ভূ-সংগঠন অঞ্চলে এই প্রজাতিটির অস্থি আবিষ্কার করেন।

এই প্রজাতিটিকে ঠিক কোন গণের অধীনে শ্রেণিকরণ করা যায়, এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ ছিল। পূর্বের কোনো গণের ভিতরে এই প্রজাতিকে অন্তর্ভুক্ত করা সম্ভব না হওয়া, একটি পৃথক গণ হিসেবে গ্রহণ করা হয়েছে। এই বিচারে মিশরে আবিষ্কৃত প্রজাতিটির নামকরণ করা হয়েছে Aegyptopithecus zeuxis

ধারণা করা হয়, এই প্রজাতিটি তৎকালীন মিশর ও তৎসংলগ্ন অঞ্চলে প্রায় ৩ কোটি ৮০ লক্ষ বৎসর থেকে ৩ কোটি ৪০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দে ভিতরে এ্ই গণের zeuxis নামক প্রজাতির  উদ্ভব হয়েছিল। এরপর ২ কোটি ৩০ লক্ষ ৩০ হাজার থেকে ৫৩ লক্ষ ৩৩ হাজার খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই প্রজাতিটি বিলুপ্ত হয়ে গিয়েছে।

ঈজিপ্টোপিথেকাস গণের প্রজাতিসমূহের সাধারণ বৈশিষ্ট্য