হোমো গণের একটি প্রজাতি বিশেষ।
গণের একটি প্রজাতি বিশেষ। ইতালির
Ceprano
শহরের নামানুসারে এই প্রজাতির নাম রাখা হয়েছে
cepranensis
।
১৯৯৪ এই প্রজাতির একটি
মাত্র করোটির জীবাশ্ম পাওয়া গিয়েছিল ইতালির ফ্লোরেন্স প্রদেশের সেপ্রানো শহরের উপকণ্ঠে।
উল্লেখ্য, সেপ্রানো শহরের উপকণ্ঠে সড়ক সংস্কারের সময় এই প্রজাতির খুলিটি হঠাৎ করেই দৃষ্টিগোচর হয়।
এই সময় বুলডোজারের আঘাতে এই খুলিটি বেশ ক্ষতিগ্রস্থ হয়। এরপর ইতালির
বিজ্ঞানী ইটালো বিড্ডিত্তু
(Italo Biddittu)
এই খুলি সম্পর্কে একটি নথি তৈরি করেন।
এই সময় বিড্ডিত্তু এর নামকরণ করেছিলেন সেপ্রানো মানব
(Ceprano man)
।
২০০৩ খ্রিষ্টাব্দে এর প্রজাতিগত নামকরণ করেন ম্যাল্লেগ্নি
(Mallegni)
। অবশ্য অনেকে এখনো মনে করেন যে, এটি
হোমো হাইডেলবার্গেনসিস
-এর নমুনা।
প্রথম দিকে ধারণা করা হয়েছিল এই প্রজাতিটি
৯-৭ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে জীবিত ছিল। এই সময় এর সাথে
হোমো
ইরেক্টাস-এর খুলির অনেক মিল লক্ষ্য করে, অনেকে ভেবেছিলেন হয়তো এই খুলিও
হোমো
ইরেক্টাস-এর। পরে বিজ্ঞানীরা গবেষণা
করে অনুমান করেছেন, হয়তো এরা ৫ লক্ষ থেকে ৩ লক্ষ ৫০ হাজার বৎসর আগে পৃথক প্রজাতি
হিসেবে বিকশিত হয়েছিল।