|
প্রাণীজগতের
এভিস
(পক্ষী) শ্রেণির একটি থাক বিশেষ।
২০১০ খ্রিষ্টাব্দে এই থাকের নামকরণ করেছিলেন
Mayr।
ক্রমবিবর্তনের ধারা
আর্ডেয়াই
থাক
থেকে ৬.২-৫.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে আবির্ভুত হয়েছিল দুটি থাক। এই থাক দুটি
হলো-
ইকুয়োর্নিথেস থাকটি ৬.২ কোটি খ্রিষ্টপূর্বাব্দে দুটি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো-