আর্ডেয়াই
ardeae

প্রাণীজগতের এভিস (পক্ষী) শ্রেণির একটি থাক বিশেষ।  ১৮৩০ খ্রিষ্টাব্দে এই থাকের নামকরণ করেছিলেন Wagler

ক্রমবিবর্তনের ধারা
৬. কোটি খ্রিষ্টপূর্বাব্দের পাস্সেরিয়া থাক থেকে এই থাকের উদ্ভব হয়েছিল। এই ভাগ তিনটি হলো-

আর্ডেয়াই থাকটি থেকে ৬.২-৫.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে আবির্ভুত হয়েছিল দুটি থাক।