প্রাণিজগতের
এভিস
(পক্ষী) শ্রেণির একটি
উপক্ষুদ্রবর্গ বিশেষ।
৫.২৫ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই
পাস্সেরি
পক্ষীকূলের কোর্ভিডেস ক্ষুদ্রবর্গের উদ্ভব হয়েছিল। ৫
কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই ক্ষুদ্রবর্গ থেকে উদ্ভব হয়েছিল কোরভিডা উপক্ষুদ্র বর্গের
প্রজাতিসমূহ।আর এই
উপক্ষুদ্র থেকে উদ্ভব হয়েছিল কোর্ভোইডিয়াঊর্ধগোত্র। এই উর্ধগোত্রে থেকে ১.৭ কোটি
খ্রিষ্টপূর্বাব্দে উদ্ভব হয়েছিল কোরভিডায়ি গোত্রের প্রজাতিসমূহ।
এই
গোত্রে উপগোত্র কোর্ভিনায়ি
থেকে উদ্ভব হয়েছিল
কোর্ভিনায়ি
গণের সকল কাক। এবং
Pyrrhocorax
গণের পাহাড়ি কাক।