প্রাণিজগতের
এভিস
(পক্ষী) শ্রেণির একটি
গোত্র বিশেষ। ১৭৬৯ খ্রিষ্টাব্দে এই বর্গের নামকরণ করেছিলেন
Scopol
।
ক্রমবিবর্তনের ধারা ৭.৫
কোটি খ্রিষ্টপূর্বাব্দে
নিয়োগনাথিঅধশ্রেণি থেকে
নিয়োভেস থাকের উদ্ভব হয়েছিল।
৭.৫
থেকে ৫.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে শ্রেণিটি ৫টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এর ভিতরে ইনোপিনাভেসথাকের উদ্ভব হয়েছিল ৬.৬ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের দিকে। ৬.৬ থেকে ৩.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই থাক দুটি
ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। ভাগ দুটি হলো-
টেল্লুরাভেস থাক
ও ওপিস্থোকোমিডায়ি থাক। এর ভিতরে
৬.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের
দিকে টেল্লুরাভেস
থাক স্বতন্ত্ররূপে আত্মপ্রকাশ করেছিল। এই থাকটি ৬.৬ থেকে ৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের
ভিতরে দুটি থাকে বিভাজিত হয়ে যায়। এই থাক দুটি হলো-
অস্ট্রাভালেস ও আফ্রোয়াভেস।
আফ্রোয়াভেস থাকের আবির্ভাব ঘটেছিল ৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দে। ৬ থেকে ৪.৭ কোটি
খ্রিষ্টপূর্বাব্দে এই থাকটি তিনটি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগগুলো হলো-স্ট্রিগিফোর্মেস বর্গ, কোরাসিমোর্ফায়ি থাক
ও এক্সিপিট্রিমোর্ফায়ি থাক। এর ভিতরে স্ট্রিগিফোর্মেস বর্গের আবির্ভাব ঘটেছিল ৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের
দিকে। ৬ থেকে ৩.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই বর্গটি ৬টি গোত্রে বিভাজিত হয়ে
গিয়েছিল। এই গোত্র গুলো হলো- স্ট্রিগিডায়ি, ওগাইগোপ্টাইন্স, প্যালোয়োগ্লায়ুসাডিয়ায়ি, সোফিয়োর্নিথিডায়ি, প্রোটোস্ট্রিগিডায়ি
ও টাইটিনিডায়ি।
এর ভিতরে টাইটিনিডায়ি গোত্রের আবির্ভাব হয়েছিল ৩.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে। এই গোত্রের প্রজাতিগুলোকে
সাধারণ নাম প্যাঁচা। এই গোত্রের উল্লেখযোগ্য গণগুলো হলো-