কুটুরে প্যাঁচা
Spotted Owlet

 স্ট্রিগিডায়ি গোত্রের প্যাঁচা। ভারত, বাংলাদেশ-সহ এবং দক্ষিণ-পূর এশিয়ায় এই প্যাঁচা দেখা যায়।

প্যাঁচার মাথা বড়, মুখমণ্ডল চ্যাপ্টা এবং মাথার সম্মুখদিকে চোখ। অন্যান্য পাখির মতো এদের গলা সরু নয়। তবে অন্যান্য প্যাঁচার মতই এরা মাথাকে একদিকে ১৩৫ ডিগ্রী কোণে ঘোরাতে পারে। তাই দুই দিক মিলে এদের দৃষ্টিসীমা ২৭০ ডিগ্রী। এর ফলে এরা নিজের কাঁধের উপর দিয়ে পেছনে দেখতে পায়। চোখ গোলাকার চোখের মনি অংশ ঘিরে রয়েছে হলুদ বৃত্ত। এর মুখচক্র লক্ষ্মীপ্যাঁচা'র চেয়ে ছোটো।

এদের আকার প্রায় ২১ সেন্টিমটার হয়। গায়ের রঙ বাদামী। তবে এই রঙের উপরে রয়েছে সাদা ছিটের দাগ আছে। এই কারণে এদেরকে ইংরেজিতে বলা হয় Spotted Owlet

এরা গিরগিটি, ব্যাঙ, ছোটো সাপ, ইঁদুর ইত্যাদি আহার করে।

মনুষ্য বসতির কাছাকাছি এরা বাস করে। এরা দলবদ্ধভাবে বাস করে। প্রজনন ঋতুতে করে গাছের কোঠরে, পাহাড়ের গর্তে বা পুরানো পরিত্যাক্ত বাড়িতে বাসা তৈরি করে। ডিম পাড়ার প্রাক্কালে এরা পালক বিছিয়ে তিন-চারটি ডিম পাড়ে। শীত বা বসন্ত কালে স্ত্রী প্যাঁচা ৩-৪টি ডিম পাড়ে। এরা চিভ্‌ক চিভ্‌ক আওয়াজ করে।


সূত্র :