|
হোমো স্যাপিয়েন্স ইডাল্টু
Homo sapiens idaltu
আধুনিক মানুষের
প্রজাতি হলো-Homo sapiens
(হোমো
স্যাপিয়েন্স)।
আর এই প্রজাতিটি হলো- আধুনিক মানুষের একটি উপ-প্রজাতি। উল্লেখ্য, আধুনিক মানুষের
উপ-প্রজাতিগত নাম Homo sapiens sapiens
(হোমো
স্যাপিয়েন্স স্যাপিয়েন্স)। মূল
হোমো
স্যাপিয়েন্স ধারণা করা হয় প্রায়
৩.৫ লক্ষ বৎসর আগে
প্রাইমেট
বর্গের অন্তর্গত
হোমিনিডি
গোত্রের
হোমো)
গণের অন্তর্গত
হোমো
স্যাপিয়েন্স-এর আবির্ভাব ঘটেছিল আফ্রিকার ইথিওপিয়া অঞ্চলে। আর
আয়োনিয়ান আমলের প্রায়
১ লক্ষ ৬০ হাজার বৎসর আগে মূল প্রজাতি থেকে একটি উপ-প্রজাতি পৃথকভাবে বিকশিত হয়।
এদের বাসস্থান ছিল
আফ্রিকার
ইথিওপিয়ায়
বসবাস করতো।
১৯৯৭ খ্রিষ্টাব্দে
ইথিওপিয়ার
একটি অঞ্চল থেকে টিম
হোয়াইট
(Tim White)
এর দুটি পুর্ণবয়ষ্ক পুরুষ ও একটি শিশুর জীবাশ্ম আবিষ্কার করেন।
এই প্রজাতির সাথে আধুনিক মানুষের সামান্যই পার্থক্য
আছে। এর
idaltu
নামটি নেওয়া হয়েছে আফ্রিকার আমহারিক ভাষা থেকে। এর অর্থ হলো জ্যেষ্ঠ (বড়)।
ধারণা করা হয়, এর মস্তিষ্কের মাপ ছিল ১৪৫০ সিসি। নিচের দুটি চিত্রে (Homo sapiens herto1ও Homo sapiens herto2) এর মাথার খুলির নমুনা দেখানো হলো।
Homo sapiens herto1 |
Homo sapiens herto2 |
|
|