২.৮
খ্রিষ্টপূর্বাব্দে ওডোন্টোসেটি
উপ-ক্ষুদ্রবর্গ থেকে আবির্ভূত হয়েছিল
ডেল্ফিনোইডিয়া ঊর্ধগোত্র। এই ঊর্ধগোত্র
থেকে উদ্ভব হয়েছিল আলবিরোনিডি গোত্রের প্রজাতিসমূহ।
২.৮
খ্রিষ্টপূর্বাব্দের দিকে এরা বাস করতো উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগরে। এদের একমাত্র
Albeiro
গণের জীবাশ্ম পাওয়া গেছে এই অঞ্চলের সাগরতলে। প্রথমদিকে মধ্যম আকারের এই জীবাশ্ম
দেখে তিমি মনে করা হয়েছিল। পরে একে ডলফিনের জীবাশ্ম হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই
গোত্রের সকল প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে।