স্তন্যপায়ী
শ্রেণির প্রাণীর
একটি উপ-ক্ষুদ্রবর্গ বিশেষ। ১৮৯১ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেনFlower।
৩.৭৮ থেকে ৩.৩৯ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে সিটাসিয়া ক্ষুদ্রবর্গের প্রজাতিগুলোর
মুখের গড়ন এবং দাঁতের গড়ন পাল্টে গিয়েছিল। এর ফলে এদের খাদ্যগ্রহণের প্রক্রিয়াও
পাল্টে গিয়েছিল। এই সূত্রে সিটাসিয়া
ক্ষুদ্রবর্গের প্রজাতিসমূহ দুটি উপ-ক্ষুদ্রবর্গে বিভাজিত হয়ে গিয়েছিল। এই
উপ-ক্ষুদ্রবর্গ হলো-
ওডোন্টোসেটি ও মাইস্টোসেটি।
ওডোন্টোসেটিকে
অনেক সময় দন্ত তিমি বলা হয়ে থাকে। কিন্তু উপ-ক্ষুদ্র বর্গের অধিকাংশই ডলফিন
বা ডলফিন জাতীয় প্রাণী। এই উপ-ক্ষুদ্রবর্গগুলোকে যে সকল ঊর্ধ-গোত্রে ভাগ করা
হয়েছে, সেগুলো হলো-