ইনোইডিয়া
Inoidea
স্তন্যপায়ী
শ্রেণির
প্রাণীর
একটি উপ-ক্ষুদ্রবর্গ বিশেষ। এদের সাধারণ ভাবে বলা হয় নদীর ডলফিন।
বাংলায় একে নদীর শুশুক বলা হয়।
৩.৭৮ থেকে ৩.৩৯ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
সিটাসিয়া ক্ষুদ্রবর্গের প্রজাতিগুলোর
মুখের গড়ন এবং দাঁতের গড়ন পাল্টে গিয়েছিল। এর ফলে এদের খাদ্যগ্রহণের প্রক্রিয়াও
পাল্টে গিয়েছিল। এই সূত্রে
সিটাসিয়া
ক্ষুদ্রবর্গের প্রজাতিসমূহ দুটি উপ-ক্ষুদ্রবর্গে বিভাজিত হয়ে গিয়েছিল। এই
উপ-ক্ষুদ্রবর্গ হলো-
ওডোন্টোসেটি
ও
মাইস্টোসেটি।
২.৮
খ্রিষ্টপূর্বাব্দে
ওডোন্টোসেটি উপ-ক্ষুদ্রবর্গ থেকে আবির্ভূত হয়েছিল ইনোইডিয়া ঊর্ধগোত্র। এই ঊর্ধগোত্রের
গোত্র ও প্রজাতিগুলো হলো-
-
Iniidae
গোত্র
-
Inia
গণ
-
Inia boliviensis
বলিভিয়ান নদীর ডলফিন
-
Inia geoffrensis
আমাজান নদীর ডলফিন
-
Inia araguaiaensis
আরাগুয়াইয়ান নদীর ডলফিন
- Pontoporiidae
গোত্র
-
Pontoporia
গণ
-
Pontoporia blainvillei
আর দক্ষিণ আমেরিকার আটলান্টিক মহাসাগরের উপকূলীয় নদীর
ডলফিন
সূত্র:
https://en.wikipedia.org/wiki/Cetruminantia