ফাইসেটেরোইডিয়া
Physeteroidea
স্তন্যপায়ী
শ্রেণির
প্রাণীর
একটি উপ-ক্ষুদ্রবর্গ বিশেষ।
৩.৭৮ থেকে ৩.৩৯ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
সিটাসিয়া ক্ষুদ্রবর্গের প্রজাতিগুলোর
মুখের গড়ন এবং দাঁতের গড়ন পাল্টে গিয়েছিল। এর ফলে এদের খাদ্যগ্রহণের প্রক্রিয়াও
পাল্টে গিয়েছিল। এই সূত্রে
সিটাসিয়া
ক্ষুদ্রবর্গের প্রজাতিসমূহ দুটি উপ-ক্ষুদ্রবর্গে বিভাজিত হয়ে গিয়েছিল। এই
উপ-ক্ষুদ্রবর্গ হলো-
ওডোন্টোসেটি ও
মাইস্টোসেটি।
২.৮
খ্রিষ্টপূর্বাব্দে
ওডোন্টোসেটি উপ-ক্ষুদ্রবর্গ থেকে আবির্ভূত হয়েছিল ফাইসেটেরোইডিয়া ঊর্ধগোত্র।
এই ঊধর্ধ-গোত্রের প্রজাতিগুলো সাধারণভাবে স্পার্ম তিমি (sperm
whales) নামে অভিহিত
হয়ে থাকে। এই ঊর্ধগোত্রের
গোত্র ও প্রজাতিগুলো হলো-
-
Kogiidae গোত্র
- Kogia গণ
- Kogia sima
বামন স্পার্ম তিমি
Kogia breviceps
পিগমি
স্পার্ম তিমি
- Physeteridae গোত্র
সূত্র:
https://en.wikipedia.org/wiki/Cetruminantia