প্রাণীজগতের
এভিস
(পক্ষী) শ্রেণির একটি গোত্র বিশেষ।
১৭৫৮ খ্রিষ্টাব্দে এই থাকের নামকরণ করেছিলেন
Carl Linnaeus।
ক্রমবিবর্তনের ধারা এভিস
(পক্ষী) শ্রেণির অন্তর্গতকারাড্রায়িফোর্মেস বর্গের উদ্ভব হয়েছিল ৬.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দের
দিকে। আর ৩.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের থেকে
লারিউপবর্গের উদ্ভব হয়েছিল।
প্রায় একই সময়ে এই উপবর্গ থেকে উদ্ভব হয়েছিল প্যান-আল্সিডাই থাকের। এই থাক
থেকে উদ্ভব হয়েছিল আল্সিডাই গোত্রের প্রজাতিসমূহ।
সাধারণভাবে আল্সিডাই গোত্রের প্রজাতিসমূহকে দুটি উপগোত্রে বিভাজিত করা হয়। এই
উপগোত্র দুটি হলো- আলকিনি ও ফ্রাটেরকুলিনি। উভয় উপগোত্রের প্রজাতিসমূহকে
সাধারণভাবে
অক
পাখি নামে অভিহিত করা হয়।