প্রাণিজগতের
এভিস
(পক্ষী) শ্রেণির একটি
ক্ষুদ্রবর্গ বিশেষ।
৫.২৫ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই
পাস্সেরি
পক্ষীকূলের এই ক্ষুদ্রবর্গের উদ্ভব হয়েছিল। ৫
কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ক্ষুদ্র বর্গ কয়েকটি ৩টি উপক্ষুদ্র বর্গে বিভাজিত হয়ে
গিয়েছিল। এগুলো হলো-পাস্সেরিডা, সিলভিডা এবং মুস্কিকাপিডা। এর ভিতরে পার্সেরিডা
উপক্ষুদ্র বর্গে থেকে উদ্ভব হয়েছিল
পাস্সেরিডায়ি গোত্রের প্রজাতিসমূহ।