পাস্সেরিডায়ি
Passeridae

প্রাণিজগতের এভিস (পক্ষী) শ্রেণির একটি গোত্র  বিশেষ। প্রায় ৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই গোত্রের প্রজাতিসমূহের উদ্ভব হয়েছিল। ১৮১৫ খ্রিষ্টাব্দে এই গোত্রের নামকরণ করেছিলেন Rafinesque । এই গোত্র থেকে উদ্ভব হয়েছিল প্রাচীন পৃথিবীর চড়াই পাখি। এই গোত্রের গণগুলো হলো-