সূত্র :
-
পশ্চিম বাংলার পাখি । প্রণবেশ সান্যাল, বিশ্বজিৎ রায়চৌধুরী। আনন্দ পাবলিশার্স লিমিটেড মে ১৯৯৭।
|
অস্ট্রালেশিয়ান গয়ার
সূত্র :
পশ্চিম বাংলার পাখি । প্রণবেশ
সান্যাল, বিশ্বজিৎ রায়চৌধুরী। আনন্দ পাবলিশার্স লিমিটেড মে ১৯৯৭।
Australasian Darter, Australian Darter
এ্যান্হিঙ্গিহাইডি
গোত্রের
অন্তর্গত
Anhinga
গণের একটি
প্রজাতি বিশেষ।
এরা বসবাস করে দক্ষিণ মধ্য
অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, পোপুয়া নিউগিনিতে।
এরা মিষ্টি বা আধা-মিষ্টি পানিতে থাকতে পছন্দ করে। এই কারণে বড় বড় মিষ্টি পানির
জলাশয়ের কাছে বেশি দেখা যায়। এছাড় ডাঙাতে আবদ্ধ আধা-লবণাক্ত জলাভূমিতেও এরা বাস করে
থাকে। এদের প্রধান খাদ্য নানা জাতের মাছ এবং জলজ কীট।
এদের এদের দেহের দৈর্ঘ্য ৮৫ থেকে ৯০ সেন্টিমিটার। এদের ওজন হয়ে থেকে সর্বোচ্চ ২.৫
কেজি। এদের বুকের দিক সাদাটে। অন্যান্য গয়ারের মতই এর গলা সর্পিল নলাকার।
পুরুষ গয়ারের পিঠের পালক কাল, তবে পিঠের নিচে দিকে এবং মাথায়
সাদাটে রেখা লক্ষ্য করা যায়। স্ত্রী গয়ারের বুকের দিকটা সাদাটে হয়ে থাকে।
স্ত্রী গয়ার সাধারণত বছরে একবার তিন থেকে পাঁচটি ডিম পাড়ে।