ভারতীয় গয়ার
Indian Darter, Oriental Darter

এ্যান্‌হিঙ্গিহাইডি গোত্রের অন্তর্গত Anhinga গণের একটি প্রজাতি বিশেষ।

দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই গয়ার বসবাস করে। এই গয়ার ভারত, বাংলাদেশ, নেপাল, কম্বোডিয়া, থাইল্যাণ্ড, ভিয়েৎনাম, লাওস প্রভৃতি  দেশে পাওয়া যায়।

এদের পেটের ও পাশের পালক বেশ কালো। তবে পাখার উপরিভাগ ধূসর দাগ দেখা যায়। লেজ বেশ লম্বা। এদের আছে মাছ ধরার উপযোগী লম্বা গলা। অনেক সময় পানির উপর শুধু মাথা তুলে সাপের মতো সাঁতার কাটে। এদের ঠোঁটের রঙ হলুদ। এরা পানির গভীরে ডুব দিয়ে মাছ এবং উভচর প্রাণী শিকার করে। এক্ষেত্রে এরা দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে। এরা শরীর জলের তলায় অথবা ঝোপ-জঙ্গল কিংবা কচুরিপানার ভেতর লুকিয়ে রেখে গলাটা সামনে বাড়িয়ে দিয়ে অগ্রসর হয়।

এদের দেহের দৈর্ঘ্য ৯০ থেকে ১০০ সেন্টিমিটার। এদের পাখার বিস্তার ১১৭-১২৫ সেন্টিমিটার। এদের ওজন হয়ে থেকে সর্বোচ্চ ১.৪৫ কেজি। এদের ঠোঁটের রঙ হলুদ। পায়ের পাতা হাঁসের পায়ের পাতার মতো।

এরা দক্ষিণ-পূর্ব এশিয়ার  বিভিন্ন  বড় বিল, ছোট নদী, হ্রদ, জলাভূমি ইত্যাদি জলাশয় গয়ারের প্রধান বিচরণস্থল। এছাড়া বাসা বানানোর পর্যাপ্ত সুবিধাসহ উপকূলীয় এলাকা, ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়। এরা
ছোট ছোট মাছ, ব্যাঙ, শামুক, কাছিম শিকার করে।

এরা তিন থকে ৬টি ডিম পাড়ে। পালাক্রমে স্ত্রী-পুরুষ পাখি ডিমে তা দেয় এবং ফোটে চব্বিশ-পঁচিশ দিনে। এদের প্রধান শত্রু চিল, বাজপাখি কিংবা বনবিড়াল।


সূত্র :

  • পশ্চিম বাংলার পাখি । প্রণবেশ সান্যাল, বিশ্বজিৎ রায়চৌধুরী। আনন্দ পাবলিশার্স লিমিটেড মে ১৯৯৭।

  • http://en.wikipedia.org/wiki