দাঁড়কাক
Jungle Crow

কোর্ভিনায়ি উপগোত্রের অন্তর্গত Corvus গণের একটি প্রজাতি।  এর প্রজাতিগত নাম  Corvus macrorhynchos ১৮২৭ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন Wagler

৫.২৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই পাস্সেরি পক্ষীকূলের কোর্ভিডেস ক্ষুদ্রবর্গের উদ্ভব হয়েছিল। ৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই ক্ষুদ্রবর্গ থেকে উদ্ভব হয়েছিল কোরভিডা উপক্ষুদ্র বর্গের প্রজাতিসমূহ। আর এই উপক্ষুদ্র থেকে উদ্ভব হয়েছিল কোর্ভোইডিয়া ঊর্ধগোত্র। এই উর্ধগোত্রে থেকে ১.৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দে উদ্ভব হয়েছিল কোরভিডায়ি গোত্রের প্রজাতিসমূহ। পরে এই ঊর্ধগোত্র থেকে উদ্ভব হয়েছিল কোর্ভিনায়ি উপগোত্রের প্রজাতিসমূহ। এউ উপগোত্র থেকে উৎপন্ন কোর্ভাস গণ থেকে এই প্রজাতির উদ্ভব হয়েছিল।

এরা আকারে সাধারণ কাকের চেয়ে বড়। গায়ের রঙ কুচকুচে কালো। জঙ্গলে এদের বেশি দেখা যায়। মানুষের আবাসস্থলের কাছে এরা আসে মূলত খাবারের সন্ধানে। এরা কীটপতঙ্গ, ছোটো সরীসৃপ, শস্যকণা, মানুষের পরিত্যাক্ত খাবার ইত্যাদি খায়।

এরা গাছের উঁচু ডালে খড়কুটো দিয়ে বাসা তৈরি করে। এক সাথে স্ত্রীকাক ৩-৫টি ডিম পাড়ে। অন্যান্য আচরণের দিক থেকে এরা সাধারণ কাকের মতোই। এদের কা-কা ধ্বনি সাধারণ কাকের ধ্বনির চেয়ে বেশ গম্ভীর।


সূত্র :

  • পশ্চিম বাংলার পাখি । প্রণবেশ সান্যাল, বিশ্বজিৎ রায়চৌধুরী। আনন্দ পাবলিশার্স লিমিটেড মে ১৯৯৭।

  • http://en.wikipedia.org/wiki