|
৭ -৫.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে আর্ডেয়াই থাকের প্রজাতিসমূহ ৪টি থাকে বিভাজিত হয়ে গিয়েছিল। এই থাকগুলো হলো- গ্যাভিওফোর্মেস, পেলেকানিফোরমেস, অস্ট্রোডাইপ্টোর্নিথেস ও কোকোনিফোর্মেস। এর ভিতরে পেলেকানিফোরমেস থাকের প্রজাতিসমূহের আবির্ভাব ঘটেছিল ৬.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে। ৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই থাকটি পাঁচটি গোত্রে বিভাজিত হয়ে যায়। এই গোত্রগুলো হলো-আর্ডেইডায়ি, ব্যালায়িনিসিপিটাইডায়ি, থ্রেসকিয়োর্নিথিডায়ি, স্কোপিডায়ি ও পেলিক্যানিডায়ি। এর ভিতরে আর্ডেইডায়ি গোত্রের প্রজাতিকূলের আবির্ভাব ঘটেছিল ৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে। পরবর্তী সময়ে এই গোত্রটি ৩টি উপগোত্রে বিভাজিত হয়ে যায়। এই উপগোত্রগুলো হলো-