মুস্কিকাপিডায়ি
Muscicapida

প্রাণিজগতের এভিস (পক্ষী) শ্রেণির একটি গোত্র বিশেষ। ১৮২২ খ্রিষ্টাব্দে এই গোত্রের নামকরণ করেছিলেন Fleming J.

৫.২৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই পাস্সেরি পক্ষীকূলের এই ক্ষুদ্রবর্গের উদ্ভব হয়েছিল। ৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ক্ষুদ্র বর্গ থেকে উদ্ভব হয়েছিল পাস্সেরিডেস কোর্ভিডেস ক্ষুদ্রবর্গ। এদের ভিতরে কোর্ভিডেস থেকে উদ্ভব হয়েছিল কাক জাতীয় পাখি।
অন্যদিকে
পাস্সেরিডেস ক্ষুদ্র থেকে উদ্ভব হয়েছিল তিনটি উপক্ষুদ্র বর্গের প্রজাতিসমূহ। এগুলো হলো-সিলভিডা, মুস্কিকাপিডা পাস্সেরিডা। এর ভিতরে মুস্কিকাপিডা উপক্ষুদ্র বর্গে থেকে উদ্ভব হয়েছিল মুস্কিকাপোয়িডিয়া ঊর্ধগোত্রের প্রজাতিসমূহ। পরে এই গোত্র থেকে উদ্ভব হয়েছিল মুস্কিকাপিডায়ি গোত্রের প্রজাতিসমূহ।

এই গোত্রের প্রজাতিসমূহকে বিজ্ঞানীরা ৪টি উপগোত্রের ভাগ করেছেন। এই ভাগগুলো হলো-
এছাড়া রয়েছে Alethe গণের দুটি প্রজাতি।