সূত্র :
-
পশ্চিম বাংলার পাখি । প্রণবেশ সান্যাল, বিশ্বজিৎ রায়চৌধুরী। আনন্দ পাবলিশার্স লিমিটেড মে ১৯৯৭।
|
কোর্চে বক
Intermediate Egret,
Median Egret, Smaller Egret, Yellow-billed Egret
আর্ডেইডায়ি
গোত্রের
একটি বক জাতীয় পাখি। ভারতবর্ষ এবং তৎসংলগ্ন অঞ্চলে এই বক দেখা যায়। ভারত, বাংলাদেশ,
মায়ানমার, শ্রীলঙ্কায় এই বক প্রচুর দেখা যায়। বিশেষ করে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে
এই বক প্রচুর দেখা যায়।
এদের
গায়ের রঙ ধবধবে সাদা। তবে পায়ের রঙ কালচে। ঠোঁটের রঙ হলদে।
সাধারণ বকের চেয়ে আকারে বেশ বড় হয়। এদের দৈর্ঘ্য হয় প্রায় ৫৬-৭২ সেন্টিমিটার এবং
পাখার প্রসারণ ১১৫ সেন্টিমিটার। ওজন ৪০০ গ্রাম।
এরা সাধারণত প্রাকৃতিক জলাশয়ের নিকটবর্তী
অঞ্চলে বাস করে। সমুদ্র তীরবর্তী নদী অববাহিকার অরণাঞ্চল হিসাবে সুন্দরবনের নদীর
ধারে এদের বিচরণ বেশি। তবে বাংলাদেশ ও পশ্চিমবাংলার উত্তারঞ্চলে এই বক সামান্য দেখা
যায়। এরা ক্রোক্ ক্রোক্ শব্দে ডাকে।
এদের প্রধান খাদ্য মাছ। এছাড়া ব্যাঙ, নানা ধরনের জলজ কীটপতঙ্গ খায়।
এরা সাধারণত একাকী বিচরণ করে। প্রজনন ঋতুতে এর জোড়া বাধে। এই সময় এরা গাছের মগডালে
বাসা তৈরি করে। স্ত্রী পাখি দুই থেকে পাঁচটি পর্যন্ত ডিম দেয়।
সূত্র :
পশ্চিম বাংলার পাখি । প্রণবেশ সান্যাল, বিশ্বজিৎ রায়চৌধুরী। আনন্দ পাবলিশার্স লিমিটেড মে ১৯৯৭।