সাদা কাঁক

Grey herons
 

আর্ডেইডায়ি গোত্রের একটি বক জাতীয় পাখি। ইউরোপ, এশিয়ার ভারত, বাংলাদেশ, নেপালে এবং আফ্রিকা মহাদেশে এই পাখি পাওয়া যায়।

 

দৈর্ঘ্যে প্রায় ৮৪-১০০ সেন্টিমিটার। দাঁড়ানো অবস্থায় ১০০ সেন্টিমিটার উঁচু দেখায়। পাখার প্রসারণ ১৫৫-১৯৫ সেন্টিমিটার।

এদের শরীরের রঙ ধূসরাভ। মাথায় টিকির মতো পালক আছে। গলা লম্বা এবং সরু। ঠোঁটের রঙ হলুদ। ঠোঁট ধারলো এবং অগ্রভাগ সরু।

 

এরা মাছ, শামুক, গুগলি, ব্যাঙ ইত্যাদি আহার করে। এরা ভোরে বা সন্ধ্যার সময় শিকারে বের হয়। জলের ধারে গলা সঙ্কুচিত করে শিকারের জন্য অপেক্ষা করে। কিন্তু শিকারে সময় তাদের লম্বা গলা দ্রুত প্রসারিত করে শিকার ধরে।

 

এরা সাধারণত একাকী বিচরণ করে। এদের প্রজননের সময় বর্ষাকাল। প্রজননকালে এরা উঁচু গাছের মগডালে খড়কুটা দিয়ে বাসা তৈরি করে। স্ত্রী সাদা কাঁক ৩ থেকে ৪টি ডিম পাড়ে।

 

এদের ডাক কোয়ারাং শব্দের মতো।



সূত্র :