বাজ্‌কা

Night herons, Black-crowned Night Heron

 

আর্ডেইডায়ি গোত্রের Nycticorax গণের এক প্রকার পাখি। ১৮১৭ খ্রিষ্টাব্দে এই গণের নামকরণ করেছিলেন T. Forster ।  এই গণের প্রধান পাখিটি হলো Nycticorax Nycticorax। 

উত্তর আমেরিকা, এশিয়ার  ভারত, বাংলাদেশ, নেপালে এই পাখি পাওয়া যায়। তবে  এরা শীতল আবহাওয়া থাকতে পছন্দ করে। তাই গ্রীষ্মকালে এরা অপেক্ষাকৃত শীতল আবহাওয়ার দেশে চলে যায়।

এদের আকার অনেকটা কোঁচ বক-এর মতো।
আকারের বিচারে এদেরকে মধ্যমাকারের হেরন বলা হয়। দৈর্ঘ্যে প্রায় ৬৪ সেন্টিমিটার। এদের গলা, বুক, পেট ধূসর সাদা। পিঠের রং গাড় স্লেট বর্ণ। মাথার উপরে কালো রঙের পালকের ঝুঁটি আছে। এদের চোখের রঙ লাল। পাখার উপরিভাগ ধূসর এবং পাখার নিচের রঙ সাদা।

 

এদের পা অপেক্ষাকৃত অন্যান্য বক জাতীয় পাখির তুলনায় খাটো। ঠোঁটও বেশ খাটো তবে ঠোঁট অত্যন্ত ধারলো এবং শক্তিশালী। এরা ঠোঁটের সাহায্যে বড় বড় মাছ শিকার করতে পারে। মাছ ছাড়া এরা ব্যাঙ, কাঁকড়া আহার করে। শিকারের জন্য এরা জলাশয়ের ধারে দীর্ঘক্ষণ ওঁৎ পেতে দাঁড়িয়ে থাকে।

 

এরা শিকারের সময় একাকী থাকতে পছন্দ করে। সাধারণত রাত্রিবেলায় এরা শিকার করে। প্রজনন ঋতুতে এরা গাছের উঁচু ডালে বাসা তৈরি করে।

 

এদের ডাক ওয়াক্ বা কোয়াক।
 



সূত্র :