দৈত্য বক
Goliath Heron,  Giant Heron

আর্ডেইডায়ি গোত্রের একটি বক জাতীয় পাখি।  আফ্রিকার সাহারা অঞ্চলে, দক্ষিণ-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই বক পাওয়া যায়। বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে এই বক প্রচুর দেখা যায়।

এদের গায়ের রঙ
লাল কাঁক-এর মতো লালচে। কিন্তু আকারে অনেক বড়। তবে পায়ের রঙ কালচে। ঠোঁটের রঙ হলদে। বক জাতীয় পাখির ভিতরে এদের আকারে সবচেয়ে বেশ। এদের দৈর্ঘ্য হয় প্রায় ১২০-১৫২ সেন্টিমিটার এবং পাখার প্রসারণ ২৩০ সেন্টিমিটার। ওজন ৪-৫ কেজি। স্বাভাবিবক অবস্থায় এদের গলা ইংরেজি এস বর্ণের মতো দেখায়।

এরা সমুদ্র তীরবর্তী ম্যানগ্রোভ বনভূমিতে এদের বেশি দেখা যায়। এছাড়া মিষ্টি পানির হ্রদের বনভূমিতে এরা বসবাস করে।

এদের প্রধান খাদ্য মাছ। এছাড়া ব্যাঙ, নানা ধরনের জলজ কীটপতঙ্গ খায়।

এরা সাধারণত একাকী বিচরণ করে। প্রজনন ঋতুতে (বর্ষাকাল) এর জোড়া বাধে। এই সময় এরা গাছের মগডালে বাসা তৈরি করে। স্ত্রী পাখি দুই থেকে পাঁচটি পর্যন্ত ডিম দেয়।


সূত্র :

  • পশ্চিম বাংলার পাখি । প্রণবেশ সান্যাল, বিশ্বজিৎ রায়চৌধুরী। আনন্দ পাবলিশার্স লিমিটেড মে ১৯৯৭।

  • http://en.wikipedia.org/wiki