লাল কাঁক

Red herons, Purple Heron

 

আর্ডেইডায়ি গোত্রের একটি বক জাতীয় পাখি।  উত্তর ইউরোপ, এশিয়ার ভারত, বাংলাদেশ, নেপালে এবং আফ্রিকা মহাদেশেমধ্যভাগে এই পাখি পাওয়া যায়। বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে এই পাখি বেশি দেখা যায়।

 

দৈর্ঘ্যে প্রায় ৭৮-১০০ সেন্টিমিটার। দাঁড়ানো অবস্থায় ৭০-৯৫ সেন্টিমিটার উঁচু দেখায়। পাখার প্রসারণ ১২০-১৫২ সেন্টিমিটার। ওজ .৫-১.৩০ কেজি।

এদের গলা ও মাথার অংশ লালচে বর্ণের হয়। তবে পাখা ও শরীরের উপরের অংশ লালচে-বেগুনি বর্ণের হয়ে থাকে। গলা লম্বা এবং সরু। দাঁড়ানো অবস্থায় গলা ইংরেজি 'এস' বর্ণের মতো দেখায়। ঠোঁট ধারলো এবং অগ্রভাগ সরু। ঠোঁটের নিচের দিকের রঙ লালচে।

 

এরা মাছ, শামুক, গুগলি, ব্যাঙ ইত্যাদি আহার করে। এরা ভোরে বা সন্ধ্যার সময় শিকারে বের হয়। জলের ধারে গলা সঙ্কুচিত করে শিকারের জন্য অপেক্ষা করে। কিন্তু শিকারে সময় তাদের লম্বা গলা দ্রুত প্রসারিত করে শিকার ধরে।

 

এরা সাধারণত একাকী বিচরণ করে। এদের প্রজননের সময় বর্ষাকাল। প্রজননকালে এরা উঁচু গাছের মগডালে খড়কুটা দিয়ে বাসা তৈরি করে। স্ত্রী লাল কাঁক ৩ থেকে ৪টি ডিম পাড়ে।

 

এদের ডাক কোয়ারাং শব্দের মতো।



সূত্র :